উইজডেনের বর্ষসেরা ‘পাঁচ’ ক্রিকেটার

c97 4 11
Vinkmag ad

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন অ্যালম্যানাক এর ২০২১ সংষ্করণে পাঁচ ক্রিকেটারকে বর্ষসেরা (২০২০) ক্রিকেটারের খেতাব দেওয়া হয়েছে। ইংল্যান্ডের জ্যাক ক্রলি, ডম সিবলি, ড্যারেন স্টিভেনস, উইন্ডিজ তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান হয়েছেন উইজডেন বর্ষসেরা ৫ ক্রিকেটার।

উইজডেন এবং ক্রিকেট এক সূত্রে গাঁথা। ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন উইজডেন মাসিক এর ১৫৮ তম সংস্করণটি আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) প্রকাশিত হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২৬৭ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন জ্যাক ক্রলি। ক্রলির ২৬৭ রান ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দশম সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এরপর টি-টোয়েন্টি ব্লাস্ট ও বব উইলিস ট্রফিতে সেঞ্চুরি হাঁকান এই ব্যাটসম্যান।

কেন্টের ৪৪ বছর বয়সী অলরাউন্ডার ড্যারেন স্টিভেনস উইসডেনের ইতিহাসে চতুর্থ বয়স্ক ক্রিকেটার হিসেবে এ স্বীকৃতি পেলেন (১৯৩৩ সালের পর সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার)। বব উইলিস ট্রফিতে মাত্র ১৫ গড়ে ২৯ উইকেট শিকার করেন ড্যারেন স্টিভেনস।

গত জুলাইয়ে ওল্ড ট্র্যাফোর্ডে উইন্ডিজের ইংলিশ ওপেনার ডম সিবলি  ৩৭২ বলে খেলা ১২০ রানের দায়িত্বশীল ইনিংস দারুণ অবদান রেখেছে দলের জয়ে।

ইংল্যান্ড সফরে জেসন হোল্ডারের অধিনাকত্বে প্রথম টেস্ট জিতে উইন্ডিজ। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে ১১৬ দিন পর ক্রিকেট ফিরেছিল ২২ গজে। করোনা আবহে শুরু হওয়া সেই টেস্ট ম্যাচে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদের দেশের মাটিতে সিরিজের প্রথম টেস্ট জিতল ক্যারিবিয়ানরা।

পাকিস্তানের হয়ে গত গ্রীষ্মের টেস্ট সিরিজে মোহাম্মদ রিজওয়ান ছিলেন অনবদ্য, যেখানে তার তীক্ষ্ণ রক্ষণাবেক্ষণ এবং প্রাণবন্ত ব্যাটিং মুগ্ধ করেছে বিশ্ব ক্রিকেটকে।

এছাড়া উইজডেনের চোখে বেন স্টোকস হয়েছেন ২০২০ সালে বিশ্বের সেরা ক্রিকেটার। টানা দুই বছর উইসডেনের এই অ্যাওয়ার্ড জিতলেন স্টোকস।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড হয়েছেন ২০২০ সালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার ও অস্ট্রেলিয়ার বেথ মুনি সেরা নারী ক্রিকেটার।

এর আগে ২০২০ সালের সংষ্করণে উইজডেনের পাঁচ বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন জফরা আর্চার, প্যাট কামিন্স, এলিস পেরি, শিমন হার্মার ও মারনাস লাবুশেইন।

উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারঃ

জ্যাক ক্রলি (ইংল্যান্ড)
জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)
মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)
ডমিনিক সিবলি (ইংল্যান্ড)
ড্যারেন স্টিভেনস (ইংল্যান্ড)

বিশ্বের সেরা ক্রিকেটারঃ বেন স্টোকস (ইংল্যান্ড)

বছরের শীর্ষ নারী ক্রিকেটারঃ বেথ মুনি (অস্ট্রেলিয়া)

বছরের শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটারঃ কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)

৯৭ ডেস্ক

Read Previous

শেষ ওভারে নো-বলের ব্যাখ্যায় হারশাল প্যাটেল

Read Next

দশক সেরা ওয়ানডে ক্রিকেটার কোহলি, লিডিং ক্রিকেটার স্টোকস

Total
11
Share