

আইপিএলের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করে তিরস্কৃত হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ভিরাট কোহলি। গতকাল (১৪ এপ্রিল) সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আউট হওয়ার পর আচরণবিধি লঙ্ঘন করায় ম্যাচ রেফারি ভেঙ্গালিল নারায়ানান কুট্টি তাকে ভর্ৎসনা করেন।
চলতি আইপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেল ভিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে ব্যাট হাতে দুইদিনই ভালো শুরু পেয়ে ইনিংস লম্বা করতে পারেননি কোহলি।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৩ রানের পর গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষেও থেমেছেন ৩৩ রানে। আগে ব্যাট করা ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করতে নেমে ২৯ বলে ৩৩ রান করে ফিরেছেন জেসন হোল্ডারের বলে বড় শট খেলতে গিয়ে।
আউট হয়ে নিজের হতাশা লুকাতে না পারা কোহলি সাজঘরে ফেরার আগে সামনে থাকা চেয়ারে ব্যাট দিয়ে আঘাত করেন। যা খেলা সরাসরি সম্প্রচার করা টিভি চ্যানেলের ক্যামেরাতেও ধরা পড়ে।
কোহলির বিরুদ্ধে আনা অভিযোগ হল আচরণবিধি লেভেল ১ এর ২.২ ধারা লঙ্ঘন যা ‘ম্যাচ চলাকালীন ব্যবহৃত সরঞ্জাম, পোশাক, গ্রাউন্ডস সরঞ্জাম, ফিক্সার কিংবা ফিটিং এর সাথে সম্পৃক্ত।’
২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে এমন অপরাধে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হয় কোলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীরকে। কোহলি অবশ্য আর্থিক কোন সাজা পেলেন না।