‘৮’ বছরের জন্য নিষিদ্ধ হলেন হিথ স্ট্রিক

'৮' বছরের জন্য নিষিদ্ধ হলেন হিথ স্ট্রিক
Vinkmag ad

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিককে সবধরণের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে আনা আইসিসির এন্টি করাপশন কোড ভঙ্গের ৫ টি অভিযোগ স্বীকার করেছেন জিম্বাবুয়ের কিংবদন্তিতুল্য এই সাবেক পেসার।

আজ (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশার সঙ্গে যুক্ত হন হিথ স্ট্রিক।বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করা স্ট্রিক ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত জিম্বাবুয়ে দলের ও বিভিন্ন ঘরোয়া দলের কোচ ছিলেন। যেকারণে আইসিসি কোড অব কন্ডাক্টের অধীনে ছিলেন সাবেক এই তারকা।

হিথ স্ট্রিকের বিরুদ্ধে যে ৫ অভিযোগ-

১. আইসিসি কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২.৩.২ ভঙ্গঃ

দলের আভ্যন্তরীণ তথ্য ফাঁস করে দেওয়া। যেখানে তার জানা থাকা উচিত (কোড অব কন্ডাক্ট অনুযায়ী) এটা বেটিং এর কাজে সাহায্য করা। ২০১৮ সালে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজে দলের গোপন তথ্য ফাঁস করেছিলেন তিনি। এছাড়া ২০১৮ সালে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার সিরিজ, ২০১৮ আইপিএল ও ২০১৮ এপিএলেও একই কাজ করেছিলেন তিনি।

২. ২.৩.৩ ভঙ্গঃ

এই কোড অব কন্ডাক্টে বলা আছে কাউকে কোড অব কন্ডাক্ট ভাঙে এমন কোন কাজ করতে প্ররোচিত করা যাবে না। হিথ স্ট্রিক চার ভিন্ন ভিন্ন ক্রিকেটারকে (যাদের মধ্যে একজন জাতীয় দলের অধিনায়ক) দলের ভেতরের তথ্য দিতে প্ররোচিত করেন।

৩. ২.৪.২ ভঙ্গঃ

কোড অব কন্ডাক্ট অনুযায়ী অন্যায়ভাবে (কোড অব কন্ডাক্ট ভঙ্গের কাজের জন্য) কোন উপহার, অর্থ বা কোন সুযোগ সুবিধা পাবার অফার পেলে তা জানাতে হয়। তবে হিথ স্ট্রিক তা করেননি।

৪. ২.৪.৪ ভঙ্গঃ

এসিইউ (এন্টি করাপশন ইউনিট) কে কোন অন্যায় কাজের প্রস্তাব পেলে তা পূর্নাঙ্গভাবে জানাতে হয়। তবে আন্তর্জাতিক কিছু ম্যাচে, ২০১৭ সালের বিপিএলের কিছু ম্যাচে, ২০১৮ সালের পিএসএল, ২০১৮ সালের আইপিএল ও এপিএলে এমন প্রস্তাব পেয়েও তা এসিইউকে জানাননি হিথ স্ট্রিক।

৫. ২.৪.৭ ভঙ্গঃ

কোন তদন্তে বাঁধা দেওয়া, ইচ্ছে করে দেরি করা, গোপন করা, তদন্তের সাথে সম্পর্কিত কোন নথি ধ্বংস করা আইসিসির কোড অব কন্ডাক্ট বিরোধী। হিথ স্ট্রিক সেটিই করেছেন।

হিথ স্ট্রিক তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সত্য বলে স্বীকার করেছেন এবং যে শাস্তি দেওয়া হয়েছে তা মেনে নিয়েছেন। ২০২৯ সালের ২৮ মার্চ থেকে তিনি আবারো ক্রিকেটীয় কার্যক্রমে যুক্ত হতে পারবেন।

৯৭ প্রতিবেদক

Read Previous

সাম্প্রতিক সময়ে পান্টের উন্নতিতে মুগ্ধ লারা

Read Next

সাকিব ও আগারওয়ালের মাঝে যোগাযোগের সেতু হিথ স্ট্রিক!

Total
13
Share