

পাকিস্তান দলপতি বাবর আজম শেষ করলেন ভারতীয় দলপতি ভিরাট কোহলির লম্বা সময় ধরে চলা রাজত্ব। কোহলিকে টপকে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ১ নম্বর ব্যাটসম্যান এখন বাবর।
আইসিসির সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাংকিংয়ে ৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছেন বাবর আজম। দুই নম্বরে থাকা ভিরাট কোহলির রেটিং পয়েন্ট ৮৫৭।
আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ১ নম্বরে ওঠা চতুর্থ পাকিস্তানি বাবর আজম। এর আগে জহির আব্বাস (১৯৮৩-৮৪), জাভেদ মিয়াদাদ (১৯৮৮-৮৯) ও মোহাম্মদ ইউসুফ (২০০৩) ওয়ানডেতে এক নম্বর ব্যাটসম্যান হয়েছিলেন।
ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান লম্বা সময় ধরে নিজের দখলে রেখেছিলেন ভিরাট কোহলি। কোহলির ১২৫৮ দিনের রাজত্বের অবসান ঘটেছে আজ।
আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ঘরের মাঠে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন বাবর আজম। প্রথম ম্যাচে সেঞ্চুরি করে ভিরাট কোহলিকে পেছনে ফেলে এক নম্বরে উঠেছিলেন বাবর আজম। তবে পরের ম্যাচে ৩২ রান করে আউট হলে আবার দুইয়ে নেমে যান।
শীর্ষস্থানে যেতে হলে শেষ ম্যাচে অন্তত ৭০ রান করতে হত বাবরের। তবে সেখানে ৮২ বলে ৯৪ রানের দাপুটে এক ইনিংস খেলেন তিনি। তাতে ১৩ রেটিং পয়েন্ট যুক্ত হয় তার। কোহলিকে ৮ পয়েন্ট পেছনে ফেলে শীর্ষে উঠে যান পাকিস্তান কাপ্তান।
২০১০ ও ২০১২ সালে আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে প্রতিনিধিত্ব করা বাবর আজমের ২০১৫ সালে ওয়ানডে অভিষেক হয়। এখন অব্দি ৫০ ওভারি ক্রিকেটে ৮০ ম্যাচে পাকিস্তানের হয়ে মাঠে নেমে ৫৬.৮৩ গড়ে ৩৮০৮ রান করেছেন বাবর। ফিফটি ১৭ টি, সেঞ্চুরি ১৩ টি, স্ট্রাইক রেটও জুতসই (৮৮.৭)।
ওয়ানডেতে শীর্ষস্থানের পাশাপাশি টি-টোয়েন্টিতে বাবর আজম আছেন তিন নম্বরে, টেস্টে আছেন ৬ নম্বরে।
Presenting the new No.1 ranked ODI batsman in the world pic.twitter.com/GiOoW9Ncmw
— Pakistan Cricket (@TheRealPCB) April 14, 2021
Number 1 ???? @babarazam258 #HBLPSL #ICC pic.twitter.com/2eyujuJ7e2
— PakistanSuperLeague (@thePSLt20) April 14, 2021
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী আইসিসির ওয়ানডে র্যাংকিং (ব্যাটসম্যানদের সেরা ১০):
১. বাবর আজম (পাকিস্তান)- ৮৬৫
২. ভিরাট কোহলি (ভারত)- ৮৫৭
৩. রোহিত শর্মা (ভারত)- ৮২৫
৪. রস টেইলর (নিউজিল্যান্ড)- ৮০১
৫. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৭৯১
৬. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)- ৭৮৫
৭. ফখর জামান (পাকিস্তান)- ৭৭৮
ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা)- ৭৭৮
৯. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭৭৩
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)- ৭৭৩
A good update for ????????
Fakhar Zaman, following a brilliant series against South Africa, has surged five places to No.8 in the latest @MRFWorldwide ICC men’s ODI rankings for batsmen ???? pic.twitter.com/HheS38uijO
— ICC (@ICC) April 14, 2021