২০২০-২১ এএনজেড নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ড জিতলেন যারা

২০২০-২১ এএনজেড নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ড জিতলেন যারা
Vinkmag ad

গেল ছয় বারের মধ্যে এই দিয়ে চতুর্থ বারের মত স্যার রিচার্ড হ্যাডলি মেডেল পেলেন কেন উইলিয়ামসন। ২০২০-২১ এএনজেড নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডে একাধিক পুরষ্কার জিতেছেন কেন উইলিয়ামসন, দুইটি করে খেতাব জিতে নিয়েছেন অ্যামেলিয়া কের ও ডেভন কনওয়ে।

ঘরের মাঠে দারুণ এক গ্রীষ্ম কাটানো নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসন স্যার রিচার্ড হ্যাডলি মেডেল পাওয়া ছাড়াও হয়েছেন বর্ষসেরা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটার, বর্ষসেরা প্রথম শ্রেণির ব্যাটিং এর পুরস্কারও গেছে তার ঘরে।

অ্যামেলিয়া কের অলরাউন্ড নৈপুণ্য ও ফিল্ডিং দিয়ে নারীদের টি-টোয়েন্টি সেগমেন্টে দুইটি পুরষ্কার পেয়েছেন।

সীমিত ওভারের ক্রিকেটে দুই ফরম্যাটেই বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন ডেভন কনওয়ে। নারীদের মধ্যে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন অ্যামি স্যাটার্থওয়েট।

নিউজিল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব জেফ ক্রো পেয়েছেন বার্ট স্যাটক্লিফ মেডেল, ক্রিকেটে অভূতপূর্ব সার্ভিস দেবার জন্য। ২০০৪ সাল থেকে আইসিসির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন ক্রো। সম্প্রতি তৃতীয় ম্যাচ রেফারি হিসাবে ৩০০ ওয়ানডে পরিচালনা করেছেন তিনি।

ক্রিকেটারদের আরো বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরষ্কার দেবার পাশাপাশি কমিউনিটি অ্যাওয়ার্ডও দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। খেলার উন্নতিতে অবদান রাখা অনেককে পুরস্কৃত করে তারা।

২০২০-২১ এএনজেড নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ড বিজয়ীরা-

স্যার রিচার্ড হ্যাডলি মেডেল- কেন উইলিয়ামসন
বার্ট স্যাটক্লিফ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস টু ক্রিকেট- জেফ ক্রো

এএনজেড ইন্টারন্যাশনাল টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার- কেন উইলিয়ামসন
এএনজেড ইন্টারন্যাশনাল নারী ক্রিকেটার অব দ্য ইয়ার (ওয়ানডে)- অ্যামি স্যাটার্থওয়েট
এএনজেড ইন্টারন্যাশনাল ওয়ানডে প্লেয়ার অব দ্য ইয়ার- ডেভন কনওয়ে
এএনজেড ইন্টারন্যাশনাল নারী ক্রিকেটার অব দ্য ইয়ার (টি-টোয়েন্টি)- অ্যামেলিয়া কের
এএনজেড ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি প্লেয়ার অব দ্য ইয়ার- ডেভন কনওয়ে

ডমেস্টিক প্লেয়ার অব দ্যা ইয়ার (নারী)- ফ্র্যাঙ্কি ম্যাকায়
ডমেস্টিক প্লেয়ার অব দ্য ইয়ার- ড্যারিল মিচেল
ড্রিমইলেভেন সুপার স্ম্যাশ প্লেয়ার অব দ্য ইয়ার (নারী)- অ্যামেলিয়া কের
ড্রিমইলেভেন সুপার স্ম্যাশ প্লেয়ার অব দ্য ইয়ার- ফিন অ্যালেন

দ্য রেডপাথ কাপ ফর ফার্স্ট ক্লাস ব্যাটিং- কেন উইলিয়ামসন
দ্য রুথ মার্টিন কাপ ফর উইমেন্স ডমেস্টিক ব্যাটিং- কেট এব্রাহিম
দ্য উইন্সর কাপ ফর ফার্স্ট ক্লাস বোলিং- কাইল জেমিসন
দ্য ফিল ব্ল্যাকলার কাপ ফর উইমেন্স ডমেস্টিক বোলিং- সারা আসমুসেন

জিজে গার্ডনার হোমস নিউজিল্যান্ড আম্পায়ার অব দ্য ইয়ার- ক্রিস ব্রাউন।

৯৭ ডেস্ক

Read Previous

রিচার্ডসনকে বিমানে দেখে স্কুলের বাচ্চা ভেবেছিলামঃ গাভাস্কার

Read Next

কোহলিকে সরিয়ে ওয়ানডেতে ‘নাম্বার ওয়ান’ এখন বাবর

Total
2
Share