শাহরুখের টুইট, রাসেলের প্রতিক্রিয়া

শাহরুখের টুইট, রাসেলের প্রতিক্রিয়া
Vinkmag ad

সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে এবারের আইপিএলে শুরুটা দারুণ করেছিল কোলকাতা নাইট রাইডার্স। তবে দ্বিতীয় ম্যাচে এসে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হার দেখেছে দলটি। তুলনামূলক সহজ লক্ষ্যে খেলতে নামা কোলকাতার সামনে ছিল সহজ সমীকরণ। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় তা হয়নি।

দলের এমন পারফরম্যান্সে হতাশ দল মালিক বলিউড বাদশাহ শাহরুখ খান। নিজের হতাশার কথা শাহরুখ লেখেন টুইটারে।

তিনি লেখেন, ‘দুঃখজনক পারফরম্যান্স, কম করে বললে এটা। সকল সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

ম্যাচে বল হাতে ২ ওভারে ৫ উইকেট তুলে নিলেও ব্যাট হাতে কাজের কাজ করতে পারেননি আন্দ্রে রাসেল। ম্যাচ শেষে দল মালিকের টুইটের প্রতিক্রিয়া জানান তিনি।

তিনি বলেন, ‘হ্যা, আমি সেই টুইটকে সমর্থন করি। তবে দিন শেষে এটা ক্রিকেট খেলা, শেষ না হওয়া অব্দি আপনি নিশ্চিত হতে পারবেন না।’

তবে দল এখনো আত্মবিশ্বাসী বলে জানান রাসেল।

‘ আমি মনে করি আমরা এখনো আত্মবিশ্বাসী।আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি এবং সবাইকে নিয়ে আমি গর্বিত। আমরা অবশ্যই হতাশ, তবে এটাই পথের শেষ না। এটা কেবলই দ্বিতীয় খেলা এবং আমরা এটা থেকে শিক্ষা নিচ্ছি।’

৯৭ ডেস্ক

Read Previous

ত্রিপাঠির উইকেট উপভোগ করা চাহার পড়তে পেরেছেন রানার মন

Read Next

পিসিবির হল অফ ফেম, প্রথম ধাপে যুক্ত হল ‘৬’ নাম

Total
13
Share