

৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসে সুবিধা করে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। দেশব্যাপী লকডাউনের কারণে এক ম্যাচ আগে শেষ হওয়া সিরিজের পর আগেভাগেই দেশ ছাড়ে প্রোটিয়া নারী দল। তবে ৫ জন করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি।
এই বিষয়ে সকালে গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেছিলেন, ‘এ ৫ জন বর্তমানে ঢাকায় আইসোলেশনে আছেন। তাদের ফল পজিটিভ আসার কোনো কারণ নেই। এখানে এসে তারা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ছিলেন। এমনকি প্রতি তিন দিন পর পর পরীক্ষা করিয়েছি আমরা। আজ (মঙ্গলবার) আবার করোনা পরীক্ষা করানো হবে। নেগেটিভ বা পজিটিভ যেটিই আসুক, ফলাফল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা।’
মনজুর হোসাইন চৌধুরী যা ভেবেছিলেন, তেমনটিই হয়েছে। দ্বিতীয় দফা টেস্টে সবাইই নেগেটিভ প্রমাণিত হয়েছেন, গণমাধ্যমকে এই তথ্য তিনিই নিশ্চিত করেছেন।
দ্বিতীয় দফা টেস্টের ফলাফল জানার পর গণমাধ্যমকে তিনি জানান, ‘দ্বিতীয় টেস্টে সবার নেগেটিভ এসেছে। আজই তাদের দেশে ফিরে যাওয়ার কথা।’
গত ২৮ মার্চ বাংলাদেসে আসা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল বাংলাদেশ নারী দলের বিপক্ষে সিলেটে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিল। তবে বাংলাদেশের করোনা পরিস্থিতি ও লকডাউন আমলে নিয়ে দুই বোর্ডই সম্মত হয় পঞ্চম ওয়ানডে (১৩ এপ্রিল) বাতিল করার। উল্লেখ্য, ৪ ম্যাচেই হেরেছে সফরকারী দল।