

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২১ এ নিজেদের প্রথম ম্যাচে জয় দেখেছে কোলকাতা নাইট রাইডার্স, অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। আজ টুর্নামেন্টের ৫ম ম্যাচে একে অপরের মুখোমুখি এই দুই দল।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কোলকাতা নাইট রাইডার্স দলপতি এউইন মরগান।
অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কোলকাতা। মুম্বাই শিবিরে এক পরিবর্তন, ক্রিস লীনের বদলে একাদশে আজ খেলবেন কুইন্টন ডি কক।
কোলকাতা নাইট রাইডার্স একাদশঃ
শুবমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠী, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), এউইন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, বরুণ চক্রবর্তী ও প্রসিধ কৃষ্ণা।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশঃ
রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সুরিয়াকুমার যাদব, ইশান কিশান, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, রাহুল চাহার, মার্কো জানসেন, ট্রেন্ট বোল্ট ও জাসপ্রীত বুমরাহ।
A look at the Playing XI for #KKRvMI
Follow the game here – https://t.co/tDctT4sHnW #VIVOIPL https://t.co/8Es4bYwaHK pic.twitter.com/2f4I69jguI
— IndianPremierLeague (@IPL) April 13, 2021