

মার্চ মাসে আইসিসির সেরা ক্রিকেটার (প্লেয়ার অব দ্য মান্থ) নির্বাচিত হলেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। ইংল্যান্ডের বিরুদ্ধে কামব্যাক টি-টোয়েন্টি সিরিজে ৪ উইকেট, পরবর্তী ওয়ানডে সিরিজে নিয়েছেন ৬ উইকেট। বল হাতে এমন দুরন্ত পারফর্ম্যান্সের সুবাদে মার্চের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভুবি। মার্চ মাসে সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেন আফগান অলরাউন্ডার রাশিদ খান ও জিম্বাবুয়ের শন উইলিয়ামসকে। নারী ক্রিকেটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার লিজেল লি হয়েছেন মার্চ মাসের সেরা।
ইংল্যান্ডের বিরুদ্ধে কামব্যাক করে দারুণ পারফর্ম করেছিলেন ভুবনেশ্বর কুমার। টি-টোয়েন্টি সিরিজে ২৮.৭ গড়ে ৪টি উইকেট নেন ভুবনেশ্বর। ওয়ানডে সিরিজে ২২.৫ গড়ে ৬টি উইকেট যায় তাঁর ঝুলিতে। ভারতের ওয়ানডে সিরিজ জয়ের পিছনে ভুবনেশ্বর কুমারের অবদান ছিল অনস্বীকার্য।
মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার দৌড়ে ছিলেন রাশিদ খান ও জিম্বাবুয়ের শন উইলিয়ামস।
ICC announce Players of the Month for March 2021 👇https://t.co/XvgdLUsKnA
— ICC (@ICC) April 13, 2021
মেয়েদের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার লিজেল লি ভারতের বিরুদ্ধে ৪টি ওয়ানডে ম্যাচে সংগ্রহ করেছেন ২৮৮ রান। এরপর ৩টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ৯০ রান। তিনি পেয়েছেন মার্চের সেরা মহিলা ক্রিকেটারের পুরষ্কার।
লির সঙ্গে লড়াইয়ে দৌড়ে ছিলেন ভারতের রাজেশ্বরী গায়কোয়াড়। মনোনীত তিন জনের তালিকায় দ্বিতীয় ভারতীয় নারী ক্রিকেটার ছিলেন পুনাম রাউত।
এবছরই প্রথমবার ফুটবলের ধাঁচে প্রতি মাসের সেরা পুরুষ ও মহিলা ক্রিকেটারকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ২০২১ এর জানুয়ারির সেরা ক্রিকেটার নির্বাচিত হন রিশাব পান্ট। ফেব্রুয়ারির সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেন রবিচন্দ্রন অশ্বিন।