

গত ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর ১৪ তম আসর। অবশ্য চতুর্থ দিনে এসে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছে আইপিএলের প্রথম আসরের শিরোপা জয়ী দল রাজস্থান রয়্যালস, তাদের প্রতিপক্ষ এখনো শিরোপা না জেতা পাঞ্জাব কিংস।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসন।
রাজস্থান একাদশে আছেন মুস্তাফিজুর রহমান। রাজস্থানের হয়ে আইপিএল অভিষেক হল বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।
পাঞ্জাব কিংস একাদশ-
লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দীপক হুদা, শাহরুখ খান, জাই রিচার্ডসন, মুরুগান অশ্বিন, মোহাম্মদ শামি, রাইলি মেরেডিথ ও আর্শদ্বিপ সিং।
The first XI that will don the red and gold! 😍
Tuhadde 💭❓#SaddaPunjab #IPL2021 #PunjabKings #RRvPBKS pic.twitter.com/uzyuVYysaG
— Punjab Kings (@PunjabKingsIPL) April 12, 2021
রাজস্থান রয়্যালস একাদশ-
মানান বোহরা, বেন স্টোকস, সাঞ্জু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), জস বাটলার, শিবাম দুবে, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, শ্রেয়াস গোপাল, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।
4️⃣ Royals to make their debut in our season opener! 😍
Your thoughts? 👇🏻#HallaBol | #RRvPBKS | #RoyalsFamily | @Dream11 pic.twitter.com/9406GP4e7o
— Rajasthan Royals (@rajasthanroyals) April 12, 2021