

সানরাইজার্স হায়দ্রাবাদকে ১০ রানে হারিয়ে এ বারের আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) অভিযান শুরু করল কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই জয়ের ফলেই তৃতীয় দল হিসেবে আইপিএলে শততম জয়ের নজির গড়ল নাইট রাইডার্সরা। দলের প্রথম ম্যাচে মাঠে থাকতে পারেননি কেকেআরের মালিক বলিউড তারকা শাহরুখ খান। টুইট করে শুভেচ্ছা বার্তা জানালেন কিং খান। সাকিব, রানা, কামিন্সদের পারফরম্যান্স ভালো লেগেছে শাহরুখের
১৪তম আইপিএলে শুরুটা ভাল হল শাহরুখ খান-জুহি চাওলার দলের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ডেভিড ওয়ার্নারের শক্তিশালী সানরাইজার্স হায়দ্রাবাদকে ১০ রানে হারিয়ে দিল কোলকাতা নাইট রাইডার্স। সেই সঙ্গে প্রথম ম্যাচ থেকেই দু পয়েন্ট ঘরে তুললেন মরগানরা।
গত মৌসুম শেষে ৯৯তম জয়ে আটকেছিল কোলকাতা নাইট রাইডার্স। চতুর্দশ আইপিএল অভিযান জয় দিয়ে শুরু করতেই নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলে তাঁরা। মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের পর আইপিএলের তৃতীয় দল হিসেবে শততম জয়ের রেকর্ড গড়ল কোলকাতা।
Good to hav our 100th IPL match win. Well done boys…@KKRiders @prasidh43 @DineshKarthik @NitishRana_27 #Rahul @Russell12A @harbhajan_singh ( good to see u even if briefly )@Sah75official @patcummins30 actually all were so good to watch.
— Shah Rukh Khan (@iamsrk) April 11, 2021
স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে দলের জয় এবং সেইসঙ্গে শততম আইপিএল জয়ে উচ্ছ্বসিত নাইটদের মালিক শাহরুখ খান। ম্যাচ শেষের পর টুইটারে তাঁর দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন কিং খান। তিনি লিখেছেন,
‘আইপিএলের শততম ম্যাচ জিততে পেরে ভাল লাগছে। দারুণ খেলেছ ছেলেরা। প্রসিদ্ধ কৃষ্ণা, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, আন্দ্রে রাসেল, হরভজন সিং (তোমাকে অল্পের জন্য দেখেও ভাল লাগল), সাকিব আল হাসান, প্যাট কামিন্স প্রত্যেককে দেখে দারুণ লাগল। সত্যি বলতে সবাই ভীষণ ভালো খেলেছে।’
কেকেআরের পরের ম্যাচ আগামীকাল মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।