

নিতিশ রানা এবং রাহুল ত্রিপাঠির দাপুটে অর্ধশতকের কল্যাণে এবারের আইপিএলে শুভ সূচনা করলো সাকিব আল হাসানের কোলকাতা নাইট রাইডার্স। সাকিবের সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদকে তারা হারিয়েছে ১০ রানে। ব্যাটিংয়ে ৫ বলে ৩ রান এবং বল হতে ৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে বোলারদের উপর চড়াও হন কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নিতিশ রানা। শুবমান গিলের সাথে উদ্বোধনী জুটিতে ৫৩ রানের জুটি গড়েন। গিল ১৫ রানে আউট হওয়ার পর রাহুল ত্রিপাঠিকে সাথে নিয়ে দলের সংগ্রহ বড় করতে থাকেন নিতিশ। ২য় উইকেটে এ দুজন ৯৩ রানের জুটি গড়েন।
দুইজনেই হাফ সেঞ্চুরির দেখা পান। চমৎকার ব্যাটিং করতে থাকা ত্রিপাঠি মাত্র ২৯ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। এরপর রাসেল ক্রিজে এসে ৫ রানের বেশি করতে পারেননি। সেঞ্চুরির পথে এগুতে থাকা নিতিশ রানা ৫৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮০ রানের অনবদ্য ইনিংস খেলে সানরাইজার্সের মোহাম্মদ নবির বলে বিদায় নেন। পরের বলে অধিনায়ক মরগানও আউট হলে দলের স্কোর ২০০ হওয়ার সম্ভাবনা নস্যাৎ হয়ে যায়।
View this post on Instagram
শেষদিকে কার্তিকের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান করে কেকেআর। কার্তিক ৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন। ইনিংসের শেষ বলে আউট হন সাকিব, ৫ বলে ৩ রান করেন তিনি।
সানরাইজার্সের পক্ষে চমৎকার বোলিং করেন রাশিদ খান। ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া নবি ২টি এবং নটরাজন ও ভুবনেশ্বর ১টি করে উইকেট নেন।
১৮৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ছন্দপতন ঘটে সানরাইজার্সের। ইনিংসের ২য় ওভারে প্রাসিধ কৃষ্ণার দারুণ ডেলিভারিতে পরাস্ত হন সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
কেকেআরে ফিরে এসে নিজের প্রথম বলেই অপর ওপেনার ঋদ্ধিমান সাহাকে বোল্ড করেন সাকিব। নিজের ১ম ওভারে মাত্র ১ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। ১০ রানে ২ উইকেট হারানো সানরাইজার্স জনি বেয়ারস্টো এবং মনীশ পান্ডের ব্যাটে আস্থা খুঁজে পায়। সাকিবের পরের দুই ওভারে জনি বেয়ারস্টো এবং মনীশ পাণ্ডে হাত খুলে খেলেন।
দারুণ ফর্মে থাকা বেয়ারস্টো হাফ সেঞ্চুরির দেখা পান। তবে ৫৫ রান করে প্যাট কামিন্সের বলে আউট হয়ে যান তিনি। মনীশ পাণ্ডেও অর্ধশতকের দেখা পান। তবে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ। পাণ্ডে ৬১ এবং সামাদ ১৯ রানে অপরাজিত থাকেন।
কেকেআরের পক্ষে কৃষ্ণা ২টি এবং সাকিব, কামিন্স ও রাসেল ১টি করে উইকেট নেন।
View this post on Instagram
সংক্ষিপ্ত স্কোরঃ
কোলকাতা নাইট রাইডার্সঃ ১৮৭/৬ (২০), রানা ৮০, গিল ১৫, ত্রিপাঠি ৫৩, রাসেল ৫, মরগান ২, কার্তিক ২২*, সাকিব ৩; ভুবনেশ্বর ৪-০-৪৫-১, সন্দ্বীপ ৩-০-৩৫-০, নটরাজন ৪-০-৩৭-১, নবি ৪-০-৩২-২, রাশিদ ৪-০-২৪-২, শংকর ১-০-১৪-০
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১৭৭/ ৫ (২০),সাহা ৭, ওয়ার্নার ৩, পান্ডে ৬১*, বেয়ারস্টো ৫৫, নবি ১৪, শংকর ১১, সামাদ ১৯*; হরভজন ১-০-৮-০, কৃষ্ণা ৪-০-৩৫-২, সাকিব ৪-০-৩৪-১, কামিন্স ৪-০-৩০-১, রাসেল ৩-০-৩২-১, বরুণ ৪-০-৩৬-০
ফলাফলঃ কোলকাতা নাইট রাইডার্স ১০ রানে জয়ী
ম্যাচ সেরাঃ নিতিশ রানা (কোলকাতা নাইট রাইডার্স)।