

গত ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর ১৪ তম আসর। অবশ্য তৃতীয় দিনে এসে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছে আইপিএলের দুইবারের শিরোপা জয়ী দল কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর), তাদের প্রতিপক্ষ একবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
কোলকাতা একাদশে আছেন সাকিব আল হাসান।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশঃ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, আব্দুল সামাদ, মোহাম্মদ নবি, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, স্বন্দ্বীপ শর্মা ও থাঙ্গারাসু নটরাজন।
কোলকাতা নাইট রাইডার্স একাদশঃ
শুবমান গিল, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, এউইন মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রাসিধ কৃষ্ণা ও বরুণ চক্রবর্তী।
A look at the Playing XI for #SRHvKKR
Live – https://t.co/yqAwBPCpkb #VIVOIPL https://t.co/LVGHyXNXLT pic.twitter.com/43Wk6giuw8
— IndianPremierLeague (@IPL) April 11, 2021