

দিনের পর দিন টেস্ট ক্রিকেটে ব্যর্থতার প্রতিচ্ছবি বাংলাদেশ দল। সর্বশেষ ১০ টেস্টে জয় মাত্র দুইটি। ঘরের মাঠে কিংবা বিদেশের মাটিতে নাকানি চুবানি খেতে হয়েছে ভারত, পাকিস্তান এমনকি আফগানিস্তানের কাছেও। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়ে প্রায় প্রতি সিরিজেই স্কোয়াড, একাদশে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। অধিনায়ক মুমিনুল হক বলছেন দল খারাপ খেললেই কিনা একাদশ সাজানো সহজ হয়। ভালো খেললে একাদশে পরিবর্তন কিংবা কাউকে অন্তর্ভূক্ত করা কঠিন হয়ে পড়ে।
টানা ব্যর্থ হওয়া বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী। ইতোমধ্যে ঘোষণা হয়েছে ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড। আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশে বিমানে চড়বে টাইগাররা, সেখানে পৌঁছে তিনদিনের কোয়ারেন্টাইন শেষে শুরু করবে অনুশীলন। ১৭-১৮ এপ্রিল নিজেদের মুধ্যে ভাগ হয়ে খেলবে একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ। এছাড়া অনুশীলনে পাওয়া যাবেনা লঙ্কান কোন নেট বোলার। যে কারণে বড় বহর নিয়েই লঙ্কায় যাচ্ছে বাংলাদেশ। মূল স্কোয়াড ঘোষণা হবে সিরিজ শুরুর দুই একদিন আগে।
২১ সদস্যের স্কোয়াড থেকে ১৬ কিংবা ১৭ সদস্যের মূল স্কোয়াড। সেখান থেকে একাদশ নির্বাচন, কাজটা কিছুটা কঠিনই হওয়ার কথা। যেহেতু দল সর্বশেষ কয়েক সিরিজেই যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে। তবে অধিনায়ক মুমিনুল বলছেন ভিন্ন কথা, দল ভালো করলেই সেরা একাদশ সাজানো কঠিন হত বলে মত তার।
আজ (১১ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে টাইগারদের টেস্ট কাপ্তান বলেন, ‘সেরা একাদশ সাজানো তখন কঠিন হয় যখন আপনার দল খুব বেশি ভালো ফলাফল করবে। এক জায়গায় দুই-তিনজন খেলোয়াড় থাকবে। সে সময় ভালো খেললে আমার কাছে মনে হয় দল সাজানো আরও বেশি কঠিন হয়।’
‘খারাপ খেললে আপনি কাওকে না কাওকে চেষ্টা করিয়ে বা সুযোগ দিতে পারেন। এটা যারাই খারাপ করে তাঁরাই সুযোগ করে দেয়। এই জায়গায় যে খারাপ খেলবে তাকে হয়তো একটু সুযোগ দিয়ে দেখা যাবে। এক্সপিরিমেন্ট না, এই জায়গায় এমন কিছু ট্যুর নেই যে বা বিদেশে আপনি এটা করতে পারবেন না।’
টানা হারে বিপর্যস্ত বাংলাদেশের একটা ভালো ফল দরকার উল্লেখ করে মুমিনুল আভাস দিলেন শ্রীলঙ্কাতে কোন পর্যবেক্ষণ করতে চান না, ‘এখন যেহেতু খেলছি আমাদের একটা ফলাফল দরকার, আমরা অন্তত ৫-৬টা টেস্ট ম্যাচে ব্যর্থ হয়েছি। আমাদের একটু ফলাফল দরকার তা না হলে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন না। এখন আপনি এটা করবেন বুঝে শুনে কোন টিমের সঙ্গে খেলছি, বিদেশে গিয়ে শ্রীলঙ্কার সঙ্গে পরীক্ষা নিরীক্ষার কিছু নেই।’