

গত ২০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) ৬ষ্ঠ আসর। মাত্র ১৪টি ম্যাচ মাঠে গড়ানোর পর খেলোয়াড়সহ মোট ৭ জন করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় পিএসএল। আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে পিসিবি নিশ্চিত করেছে স্থগিত হওয়া টুর্নামেন্টটি আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে, ফাইনাল ২০ জুন। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে করাচিতে।
পিএসএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসে পিসিবি। তাদের সঙ্গে পরামর্শ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে (পিসিবি) ঘোষণা এসেছে স্থগিত হওয়া লিগ আবারও মাঠে গড়াবে ১ জুন থেকে ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ জুন। এবং সার্বিক কোভিড-১৯ এর পরিস্থিতি বিবেচনায় মাত্র এক ভেন্যু- করাচিতে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,
‘প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড় ও অন্য সব সদস্যের কোভিড-১৯ বিধিনিষেধ মানতে আগামী ২২ মে থেকে বায়ো-বাবল প্রক্রিয়ায় প্রবেশ করতে হবে। ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের পর অনুশীলনের জন্য ৩ দিন সময় পাবে সব দল। এরপর আগামী ১ জুন থেকে শুরু হবে পিএসএলের ৬ষ্ঠ আসরের বাকি ম্যাচ গুলো। করাচি জাতীয় স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। ফাইনাল আয়োজিত হবে ২০ জুন।’
ডাবল-হেডারের ক্ষেত্রে প্রথম ম্যাচটি সন্ধ্যা ৫ টায় শুরু হবে এবং দ্বিতীয় ম্যাচটি রাত ১০ টায় শুরু হবে (পাকিস্তান সময়)।
পিএসএলের এবারের আসরে সূচিতে থাকা ৩৪ ম্যাচের ১৪টি শেষ হয়েছিল গত ফেব্রুয়ারিতে। এরপর করোনা প্রভাবের কারণে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে পিসিবি। তবে দীর্ঘ বিরতির পর আবারও মাঠে গড়াবে পাকিস্তানের টি-টোয়েন্টির এই মেগা ইভেন্ট। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে পিএসএল ৬ষ্ঠ আসরের বাকি ২০ ম্যাচের সবগুলোই হবে করাচিতে।
We are ready te we are sure oye!
Who's going to take home the #HBLPSL6 trophy? 🏆#MatchDikhao
More: https://t.co/UBE3Z9YHsX pic.twitter.com/expxoKbNXf
— PakistanSuperLeague (@thePSLt20) April 11, 2021
পিএসএল ৬ষ্ঠ আসরের বাকি ২০ ম্যাচের সময় সূচিঃ
১ জুন: লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড
২ জুন: মুলতান সুলতানস বনাম করাচি কিংস
৩ জুন: ইসলামাবাদ ইউনাইটেড বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস
৪ জুন: পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স
৫ জুন: ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস (দিন); মুলতান সুলতানস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (রাত)
৬ জুন: পেশোয়ার জালমি বনাম করাচি কিংস
৭ জুন: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম লাহোর কালান্দার্স
৮ জুন: মুলতান সুলতানস বনাম পেশোয়ার জালমি
৯ জুন: ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দারস
১০ জুন: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম করাচি কিংস
১১ জুন: মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেড
১২ জুন: কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম পেশোয়ার জালমি (দিন); করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স (রাত)
১৩ জুন: ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি
১৪ জুন: মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দার্স
১৬ জুন: কোয়ালিফায়ার
১৭ জুন: এলিমিনেটর ১
১৮ জুন: এলিমিনেটর ২
২০ জুন: ফাইনাল