

আইপিএল-২০২১ এর উদ্বোধনী ম্যাচে বাঙ্গালোরের জয়ের নায়ক মিডিয়াম পেসার হারশাল প্যাটেল। চার ওভার বল করে মাত্র ২৭ রানে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। হারশাল প্যাটেলকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে যুক্ত করার সময়েই বলেছিল নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে তাঁকে নিয়ে। এরপর বুঝিয়ে দেওয়া হয়েছিল দলে তাঁর ভূমিকা। প্রথম ম্যাচেই নিজের দক্ষতার প্রমাণ দিলেন হারশাল। ফ্র্যাঞ্চাইজি আস্থা রাখায় প্রচণ্ড খুশি হারশাল। ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাওয়ায় তাঁর কাছে এটা বিশেষ।
আইপিএলের ইতিহাসে এর আগে কোনও বোলার মুম্বাইয়ের বিরুদ্ধে ৫ উইকেট নিতে পারেননি। এদিন সেটাই করে নিজের পারফরম্যান্স ঐতিহাসিক করে রাখলেন কোহলির দলের বোলার। ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে এদিন ৫ উইকেট নিলেন হারশাল প্যাটেল। অধিনায়ক ভিরাট কোহলি আস্থা রেখেছিলেন আর অধিনায়কের আস্থার দাম দিলেন হারশাল প্যাটেল৷
View this post on Instagram
ইশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পাণ্ডিয়া ও মারকো জানসেন তাঁর শিকার হন। এটি হারশাল প্যাটেলের আইপিএল ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট।
এমন পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরষ্কারও উঠল তাঁর হাতে। বলেছেন দল তাঁর প্রতি বিশ্বাস রেখেছে, দক্ষতার ওপর আস্থা ছিল বলেই এমন অর্জন এসেছে হারশাল প্যাটেলের।
‘এভাবে এখানে ফিরে আসায় সত্যিই খুব খুশি। তাঁরা (আরসিবি ফ্র্যাঞ্চাইজি) যখন আমাকে দল যুক্ত করে, বলেছিল যে আমার ভূমিকা থাকবে ডেথ ওভারের বোলিংয়ে এবং এটি নিয়েই আমি কয়েক বছর ধরে কাজ করছি। আমার প্রতি তাঁদের বিশ্বাসের দ্বারা আমি ডেথ ওভারগুলোতে বল করার দিকে মনোনিবেশ করেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল আমার মোমেন্টামকে কাজে লাগানো।’
নিজের ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। আইপিলের উদ্বোধনী ম্যাচ, আবার বিপক্ষ দল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে এর আগে কোন বোলার মুম্বাইয়ের বিরুদ্ধে ৫ উইকেট নিতে পারেননি। এদিন সেটাই করে নিজের পারফরম্যান্স ঐতিহাসিক করে রাখলেন। আর এজন্যেই এটা ছিল হারশালের কাছে বিশেষ। গত রাতে যে দায়িত্বটা নিয়েছেন বল হাতে; ঠিক এমন একজন বোলারই হতে চেয়েছিলেন হারশাল প্যাটেল।
‘আমার খেলা ৯৮টি টি-টোয়েন্টির মধ্যে এটিই প্রথম পাঁচ উইকেট শিকার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এই অর্জন এসেছে বলেই এটি আমার কাছে আরও বিশেষ। আমি আমার ইয়র্কারের উপর অনেক কাজ করেছি। আমি সবসময় গুড লেন্থে বল ও স্লোয়ার বলে ভালো ছিলাম। আমি এমন একজন বোলারই হতে চেয়েছিলাম যিনি দায়িত্ব নেবেন এবং আমি গত কয়েক বছর ধরে এই কাজ করে যাচ্ছি।’