

পাঞ্জাবের জার্সিতে গ্লেন ম্যাক্সওয়েল গত মৌসুমে বিবর্ণ ছিলেন৷ আর আইপিএল ২০২১ এর প্রথম ম্যাচেই জ্বলে ওঠলেন। তাঁর নতুন দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) জার্সিতে মাঠ কাঁপানো পারফরম্যান্স করলেন৷ গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে ১০০ মিটারের ছক্কা, বল গেল চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের বাইরে। আর তাইতো ম্যাক্সওয়েলকে ছেড়ে দেওয়ার জন্য পাঞ্জাবকে আলিঙ্গন করতে চাইছে আরসিবি, তবে সামাজিক দূরত্বের জন্য সম্ভব হচ্ছে না। ম্যাক্সওয়েল ইস্যুতে দুই ফ্র্যাঞ্চাইজির টুইটারে হাস্যরস।
গত মৌসুমের খরা কাটানোর ইঙ্গিত প্রথম ম্যাচেই দিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল৷ আগের আসরে পাঞ্জাব কিংসের জার্সিতে ১৩ ম্যাচে মাত্র ১০৮ রান করেছিলেন তিনি৷ ব্যাট হাতে একটাও ছক্কা মারতে পারেননি৷
এবার তাঁকে ১৪.২৫ কোটিত কিনে নেওয়াটা যে আরসিবি ভুল করেনি প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন তিনি৷ ১০০ মিটারের বিশাল ছক্কায় স্টেডিয়ামের বাইরে বল পাঠালেন ম্যাক্সওয়েল। মাত্র ২৮ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন৷ তাঁর ইনিংস সাজানো ৩ টি চার ও ২ টি বিশাল ছক্কায়৷
First Maxi-mum in Red and Gold and he nearly hits it out of Chennai!🤯
Thank you @PunjabKingsIPL. We would hug you if not for social distancing 🤗#PlayBold #WeAreChallengers #MIvRCB #DareToDream
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 9, 2021
আইপিএল ২০২১ এর উদ্বোধনী ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের ছক্কা হাঁকানো দেখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটারে পাঞ্জাব কিংসকে মেনশন দিয়ে লিখে,
‘রেড এবং গোল্ডের হয়ে প্রথম ম্যাক্সি-মাম এবং তিনি হিট করে চেন্নাইয়ের বাহিরে ফেললেন! ধন্যবাদ পাঞ্জাব কিংস, সামাজিক দূরত্ব না থাকলে আমরা আপনাকে আলিঙ্গন করতাম।’
আরসিবির এই টুইটের রিপ্লেতে পাঞ্জাব কিংস লিখে,
‘ও এবং ধন্যবাদ গেইল, লোকেশ রাহুল, মানদ্বীপ, সরফরাজ, মায়াঙ্কের পক্ষ থেকে।’
Aww and thank you for Gayle, KL, Mandy, Sarfaraz, Mayank… 🤗#SaddaPunjab #IPL2021 #PunjabKings
— Punjab Kings (@PunjabKingsIPL) April 9, 2021
জবাবে আরসিবি জানায় তাঁরা ম্যাক্সওয়েলের জার্সি, হেলমেট, প্যাড, লোগো মিস করেছে কিনা?
‘আপনি জার্সি, হেলমেট, প্যাড … এবং লোগো মিস করেছেন? তবে আমাদের মধ্যে, কে গণনা রাখছেন?’
জবাবে, কিছুটা কৌশলে উদ্বোধনী ম্যাচ জয়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ধন্যবাদ জানিয়ে থেমে যায় পাঞ্জাব কিংস,
‘হ্যাঁ, রঙ উদ্ভাবনের জন্য আপনাকে ধন্যবাদ এবং জয়ের অভিনন্দন।’
Yes, thank you for inventing colours 😊
And congrats on the win 👏🏻#SaddaPunjab #PunjabKings #IPL2021 #MIvRCB— Punjab Kings (@PunjabKingsIPL) April 9, 2021
এবছর আইপিএল নিলামের আগে অজি তারকাকে স্কোয়াড থেকে ছেড়ে দেয় পাঞ্জাব। ম্যাক্সওয়েলকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।