

দেশের বর্তমান করোনা পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। যার প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনেও। ক্রিকেটার, কোচ, কিউরেটরের পর এবার করোনা পজিটিভ হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
গতকাল (৯ এপ্রিল) করানো করোনা পরীক্ষায় পজিটিভ হয়ে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন আকরাম খান। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
তিনি বলেন, ‘গতকাল টেস্ট করিয়েছিলাম। রাতেই রেজাল্ট পেয়েছি, পজিটিভ এসেছে। এখন বাসায়ই আইসোলেশনে আছি। শারীরিকভাবে সুস্থ আছি। দোয়া করবেন আমার জন্য।’
এদিকে লম্বা বিরতির পর গত মাসে শুরু হওয়া জাতীয় লিগও করোনা প্রভাবে স্থগিত করতে হয় মাত্র দুই রাউন্ড পরই। যেখানে করোনা পজিটিভ হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার, কোচ, ম্যাচ অফিসিয়ালও।
এদিকে ছুটি নিয়ে নিজ দেশ শ্রীলঙ্কায় যাওয়ার উদ্দেশ্যে বিমানের টিকিট কেটেও যেতে পারেননি বিসিবির প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। কোন উপসর্গ না থাকলেও দেশ ছাড়ার আগে নিয়ম মেনে করানো করোনা পরীক্ষায় পজিটিভ হন গামিনি।