

আইপিএলের ১৪ তম আসরে অজি পেসার জেসন বেহরেনডর্ফকে নিজেদের শিবিরে টেনেছে চেন্নাই সুপার কিংস। মূলত আরেক অজি পেসার জশ হ্যাজেলউডের বিকল্প হিসাবে তাকে দলে টেনেছে আইপিএল ইতিহাসের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজিটি।
প্রসঙ্গত, আইপিএলের দীর্ঘ বায়ো-বাবলের কথা ভেবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন হ্যাজেলউড৷ আইপিএলের নিয়মে টুর্নামেন্ট শুরুর আগে আট দলের ক্রিকেটারদের বাধ্যতামূলক সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়।
ক্রিকেট অস্ট্রেলিয়া ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে জশ হ্যাজেলউড আইপিএল ২০২১ থেকে নাম প্রত্যাহারের তথ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন,
‘আমি গত ১০ মাস ধরে বিভিন্ন সময়ে বায়ো-বাবল ও কোয়ারেন্টাইনের মধ্যেই আছি। এমন পরিস্থিতিতে এখন আমি ক্রিকেট থেকে বিরতি নিতে চাই এবং আমার পরিবারের সাথে কিছুটা সময় কাটাতে চাই। আগামী দুই মাস অস্ট্রেলিয়ায় থাকব।’
‘সামনে আমাদের ওয়েস্ট ইন্ডিজে একটা লম্বা সফর হবে, এবং শেষদিকে বাংলাদেশ সফরে (টি-টোয়েন্টি সিরিজ) যেতে হবে। এবং তারপরে টি-টোয়েন্টি বিশ্বকাপ, অ্যাশেজ সিরিজ। এর অর্থ হল ১২ মাস খুব ব্যস্ত হতে চলেছে, পুরো সময়ই অস্ট্রেলিয়া দলের সঙ্গে থাকতে হবে। এবং এজন্যেই আমি নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হওয়ার জন্য সেরা সুযোগ দিতে চাই। এটিই আমি সিদ্ধান্ত নিয়েছি এবং এটি আমার কাছে সঠিক মনে হয়েছে।’
হ্যাজেলউডের জায়গায় হলুদ শিবিরে আসা বেহরেনডর্ফ এখন অব্দি ১১ ওয়ানডে ও ৭ টি-টোয়েন্টি খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। দ্বিতীয়বারের মত আইপিএল খেলবেন তিনি। এর আগে ২০১৯ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে ৫ ম্যাচ খেলে ৫ উইকেট পেয়েছিলেন।
NEWS: @ChennaiIPL sign Jason Behrendorff as replacement for Josh Hazlewood. @Vivo_India #VIVOIPL
More details 👉 https://t.co/XIZSzQZqSb pic.twitter.com/8lRptsIv5c
— IndianPremierLeague (@IPL) April 9, 2021
চেন্নাইয়ের এবারের আইপিএল মিশন শুরু হবে আজ (১০ এপ্রিল)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মাহেন্দ্র সিং ধোনির দল।