

আন্তর্জাতিক ক্রিকেট বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের আইপিএলে খেলতে যাওয়ার অনুমতি দেওয়ায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) কড়া সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
আফ্রিদি বলেন, এটা খুবই দুঃখজনক খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে টি-টোয়েন্টি লিগকে বেশি প্রাধান্য দিচ্ছে।
দক্ষিণ আফ্রিকা বর্তমানে নিজেদের দেশে পাকিস্তানকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে আতিথ্য দেওয়ার পর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে। শনিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বুধবার শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ২৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।
নিজস্ব টুইটারে আফ্রিদি বলেন, ‘ওয়ানডে সিরিজের মাঝপথে সিএসএ তাদের খেলোয়াড়দের আইপিএলে পাঠানোর অনুমতি দেওয়ায় বেশ অবাক লাগছে আমার। আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে টি-টোয়েন্টি লিগকে বেশি গুরুত্ব দেওয়ায় দুঃখবোধ করছি। এসব ব্যাপারগুলো নিয়ে ভাবনা-চিন্তা করা দরকার।’
Surprising to see @OfficialCSA allowing players to travel for IPL in the middle of a series. It is sad to see T20 leagues influencing international cricket. Some rethinking needs to be done!! https://t.co/5McUzFuo8R
— Shahid Afridi (@SAfridiOfficial) April 7, 2021
আইপিএলে খেলতে ভারতে চলে যাওয়ার কারণে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে খেলেননি কুইন্টন ডি কক, ডেভিড মিলার, ক্রিস মরিস, আনরিখ নরকিয়া এবং লুঙ্গি এনগিডি।
৯ এপ্রিল থেকে এবারের আইপিএল শুরু হবে। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।