

আইসিসির নিষেধাজ্ঞার কারণে গেলবারের আইপিএলে খেলা হয়নি সাকিব আল হাসানের। ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১৪ তম আসরে ঘরের ছেলে ঘরে ফিরেছে। ২০১২ ও ২০১৪ সালে শিরোপা জিতেছিল কেকেআর (কোলকাতা নাইট রাইডার্স), দুই আসরেই দলের অংশ ছিলেন সাকিব। সাকিব কেকেআর শিবিরের অংশ হওয়ায় উচ্ছ্বসিত দলটির সহ অধিনায়ক দীনেশ কার্তিক।
সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে (#ASKDK) ভক্ত-স্মর্থকদের প্রশ্নের উত্তর দেন দীনেশ কার্তিক।
সেখানে এক প্রশ্ন আসে এমন- ‘কেকেআর শিবিরে নতুন কোন অন্তর্ভূক্তি আপনাকে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত করেছে?’
উত্তরে কার্তিক বলেন, ‘এটা সবসময় দারুণ এক ব্যাপার সাকিব আল হাসানকে আমাদের সাথে পাওয়া। সে আমাদের জন্য খুবই এক্সাইটিং রিক্রুট। সে কেকেআরের হয়ে আগেও খেলেছে। তো তাকে আবার আমাদের দলে পাওয়া দারুণ ব্যাপার।’
It’s always great to have @Sah75official with us, he has been a very exciting recruit for us.
He has played with KKR before so it’s great to have him back in our team! https://t.co/DNMJLuAMZU— DK (@DineshKarthik) April 7, 2021
আরেক প্রশ্নের উত্তরে কার্তিক বলেন এবারের শক্তিশালী ও অভিজ্ঞ স্পিন অ্যাটাক তাদেরকে এগিয়ে রাখবে।
This year I think our spin attack is very good and very experienced as well…
Will be looking forward to that https://t.co/sY2tnFkMBM— DK (@DineshKarthik) April 7, 2021
আইপিএলে দলের অধিনায়ক এউইন মরগানকে পছন্দের পার্টনার বলছেন কার্তিক। কারণ হিসাবে কার্তিক জানান উইকেটে থাকার সময় মরগান কখনো ক্রিকেটীয় আলাপ করেননা।
My favourite partner has to be @Eoin16
He never talks cricket in the middle, only random stuff…I enjoy doing that! https://t.co/6KpO7ZEG9z— DK (@DineshKarthik) April 7, 2021
২০২১ আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডঃ
এউইন মরগান (অধিনায়ক, ইংল্যান্ড), শিবাম মাভি, স্বন্দ্বীপ ওয়ারিয়ার, কুলদ্বীপ যাদব, সাকিব আল হাসান (বাংলাদেশ), সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), ভৈভব আরোরা, লকি ফার্গুসন (নিউজিল্যান্ড), বেন কাটিং (অস্ট্রেলিয়া), টিম সেইফার্ট (নিউজিল্যান্ড), করুন নায়ার, শেলডন জ্যাকসন, ভেঙ্কটেশ আইয়ার, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হরভজন সিং, প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), প্রাসিধ কৃষ্ণা, শুবমান গিল, নিতিশ রানা, পাওয়ান নেগি, কমলেশ নাগারকোটি, গুরকিরাত সিং মান, বরুন চক্রবর্তী, রাহুল ত্রিপাঠি।
আইপিএল-২০২১ আসরে কোলকাতা নাইট রাইডার্সের ম্যাচের সূচিঃ
১ম ম্যাচ- বিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ, চেন্নাই, ১১ এপ্রিল, রাত ৮ টা (বাংলাদেশ সময়)
২য় ম্যাচ- বিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই, ১৩ এপ্রিল, রাত ৮ টা
৩য় ম্যাচ- বিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, চেন্নাই, ১৮ এপ্রিল, বেলা ৪ টা
৪র্থ ম্যাচ- বিপক্ষ চেন্নাই সুপার কিংস, মুম্বাই, ২১ এপ্রিল, রাত ৮ টা
৫ম ম্যাচ- বিপক্ষ রাজস্থান রয়্যালস, মুম্বাই, ২৪ এপ্রিল, রাত ৮ টা
৬ষ্ঠ ম্যাচ- বিপক্ষ পাঞ্জাব কিংস, আহমেদাবাদ, ২৬ এপ্রিল, রাত ৮ টা
৭ম ম্যাচ- বিপক্ষ দিল্লি ক্যাপিটালস, আহমেদাবাদ, ২৯ এপ্রিল, রাত ৮ টা
৮ম ম্যাচ- বিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, ৩ মে, রাত ৮ টা
৯ম ম্যাচ- বিপক্ষ দিল্লি ক্যাপিটালস, আহমেদাবাদ, ৮ মে, বেলা ৪ টা
১০ম ম্যাচ- বিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স, ব্যাঙ্গালুরু, ১০ মে, রাত ৮ টা
১১তম ম্যাচ- বিপক্ষ চেন্নাই সুপার কিংস, ব্যাঙ্গালুরু, ১২ মে, রাত ৮ টা
১২তম ম্যাচ- বিপক্ষ পাঞ্জাব কিংস, ব্যাঙ্গালুরু, ১৫ মে, রাত ৮ টা
১৩তম ম্যাচ- বিপক্ষ রাজস্থান রয়্যালস, ব্যাঙ্গালুরু, ১৮ মে, রাত ৮ টা
১৪তম ম্যাচ- বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরু, ২১ মে, বেলা ৪ টা।