

আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এই সফরের জন্য আজ (৮ এপ্রিল) ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলের নেতৃত্বে থাকবেন অলরাউন্ডার কাশিম আকরাম।
অধিনায়কের দায়িত্ব কাঁধে পেয়ে বেশ উচ্ছ্বসিত অলরাউন্ডার কাশিম আকরাম। বলেছেন,
‘পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় সম্মানের বিষয়। গত এক বছর আমার জন্য ভালো সময় ছিল এবং আমার প্রতি আস্থা রাখার জন্য টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের কাছে আমি কৃতজ্ঞ।’
Qasim Akram appointed Pakistan U19 captain
More: https://t.co/8U1jObMsRs#PakistanFutureStars | #HarHaalMainCricket pic.twitter.com/HeLzLcVUe7
— PCB Media (@TheRealPCBMedia) April 8, 2021
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতিতে জানায়, ২০ সদস্যের প্রাথমিক দল থেকে তিন জনকে বাদ দিয়ে ১৭ সদস্যের স্কোয়াড করা হয়েছে। পেসার অসিম আলি, অফ-স্পিনার আরহাম নওয়াব এবং ব্যাটসম্যান রিজওয়ান মেহমুদ দল ঢাকায় রওয়ানা হওয়া অবধি প্রশিক্ষণ চালিয়ে যাবেন ঘোষিত স্কোয়াডের সঙ্গে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বর্তমানে চলছে পাক যুবাদের অনুশীলন ক্যাম্প।
আসন্ন সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।
সিরিজের টেস্ট ও প্রথম তিনটি ওয়ানডে ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শেষ দুটি ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলঃ
কাশিম আকরাম (অধিনায়ক), আব্বাস আলি, আবদুল ফাসিহ, আব্দুল ওয়াহিদ বাঙ্গালজাই, আলিয়ান মেহমুদ, আহমেদ খান, আলি আফসান্দ, ফাহাদ মুনির, ফয়সাল আকরাম, হাসিবউল্লাহ (উইকেটকিপার), মাজ সাদাকাত, মোহাম্মদ ইরফান নিয়াজি, মোহাম্মদ শেহজাদ, মুনিব ওয়াসিফ, রাজা উল মুস্তফা (উইকেটকিপার), তাহির হুসাইন ও জিশান জামির।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফরের সূচিঃ
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশে আসবে- ১৭ এপ্রিল
ট্রেনিং- ২১-২২ এপ্রিল, সিলেট
একমাত্র ৪ দিনের ম্যাচ- ২৩-২৫ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
১ম ওয়ানডে- ৩০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
২য় ওয়ানডে- ২ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
৩য় ওয়ানডে- ৪ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
৪র্থ ওয়ানডে- ৭ মে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৫ম ওয়ানডে- ৯ মে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা- ১০ মে।