

সিলেটে চলছে বাংলাদেশ ইমার্জিং নারী দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের মধ্যকার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। নামে ‘ইমার্জিং’ থাকলেও খেলছে সদ্য টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশ নারী দলের মূল সদস্যরাই। প্রথম তিন ম্যাচে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
আজ তৃতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। আগের ম্যাচে আগে ব্যাট করে ১৯৬ রান করা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল আজ অলআউট হয়েছে ৯২ রানে।
রিতু মনি, নাহিদা আক্তার ও রাবেয়া প্রত্যেকে স্বাগতিকদের পক্ষে ৩ টি করে উইকেট নেন। বাকি ১ উইকেট (রান আউট)।
সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান এসেছে আন্নেকে বোসের ব্যাট থেকে। আন্নেকে ছাড়া দুই অঙ্ক স্পর্শ করেন কেবল আন্দ্রি স্টেইন (১৯), নন্দুমিসো শানগেস (১১) ও মিশেলা অ্যান্ড্রুস (১৮)।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে খুব সহজেই পার পায়নি নিগার সুলতানারা। ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছায় তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান আসে ওপেন করতে নামা মুর্শিদা খাতুনের ব্যাট থেকে। ৭১ বলে ৭ চারে ইনিংস সাজান মুর্শিদা।
প্রথম ম্যাচের ম্যাচসেরা ফারজানা হক পিঙ্কি করেন ১৬ রান, আগের ম্যাচে সেঞ্চুরি করা নিগার সুলতানা করেন ১৩ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল ৯২/১০ (৩৩.৩), স্টেইন ১৯, ডার্কসেন ২, শানগেস ১১, টুনিক্লিফ ০, আন্নেকে ৩০, জাফতা ১, জোন্স ০, অ্যান্ড্রুস ১৮, ফিহুইরেডু ০, বানেতি ১, উইন্সটার ৫*; রিতু মনি ৭.৩-১-১৬-৩, নাহিদা ১০-৩-২৫-৩, রাবেয়া ৪-০-১৫-৩
বাংলাদেশ ইমার্জিং নারী দল ৯৩/৪ (২৮), মুর্শিদা ৪৬, শামীমা ৩, নিগার ১৩, পিঙ্কি ১৬, রুমানা ২*, লতা ৬*; অ্যান্ড্রুস ৮-৩-২৩-১, উইন্সটার ৫-০-১৭-১, শেনগেস ৭-০-২৩-১, জোন্স ১-০-৫-১
ফলাফলঃ বাংলাদেশ ইমার্জিং নারী দল ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরাঃ রাবেয়া (বাংলাদেশ ইমার্জিং নারী দল)।
সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ১১ ও ১৩ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।