

দিল্লি ক্যাপিটালসের কোচ, কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংয়ের সাথে ‘চাক দে ইন্ডিয়া’ চলচ্চিত্রের শাহরুখ খানের অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ।
দিল্লি ক্যাপিটালসের ইউটিউব চ্যানেলে এক ভিডিও ইন্টারভিউতে পৃথ্বী জানান, পন্টিং যখনই কথা বলেন, তখনই তিনি ‘চাক দে ইন্ডিয়া’ চলচ্চিত্রের মত অনুভূতি খুঁজে পান।
‘রিকি স্যার যখনই কথা বলেন, মনে হয় ব্যাকগ্রাউন্ডে শাহরুখ খানের জন্য যে গান চলছিল, সেটি হচ্ছে,’ পৃথ্বী বলেন।
.@RickyPonting ↔️ @iamsrk from Chak De India 😎
📹 | @PrithviShaw talks about the aura that our Head Coach exudes and much more 🗣️#YehHaiNayiDilli #DCAllAccess @OctaFX pic.twitter.com/a8qbTilWrP
— Delhi Capitals (@DelhiCapitals) April 6, 2021
হকি খেলা নিয়ে নির্মিত ‘চাক দে ইন্ডিয়া’ ভারতের বহুল আলোচিত জনপ্রিয় চলচ্চিত্র। এ চলচ্চিত্রে মুখ্য চরিত্রে হকি কোচের ভূমিকায় ছিলেন বলিউড বাদশাহ এবং আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান।
চলচ্চিত্রে ভারতের নারী হকি দলকে পরিচালনা করেন তিনি এবং তারা বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে। এছাড়াও তিনি বিভিন্ন ধরণের উদ্দীপনামূলক বক্তব্য দিয়ে দলকে প্রেরণা দিতেন। দলের লকার রুমে ‘সত্তর মিনিট বক্তব্য’ হিসেবেও যেটি পরিচিত ছিল।
পন্টিংকেও ঠিক একইভাবে মনে করেন পৃথ্বী। তবে অস্ট্রেলিয়ার সাবেক এ বিশ্বকাপজয়ী অধিনায়ককে বন্ধু হিসেবেও মানেন তিনি।
3️⃣ Days to go for our first #IPL2021 game and we bring you the video you’ve been waiting for 📹💙@RickyPonting met the 2021 squad for the first time and his speech gave us goosebumps even while we recorded this 🔥#YehHaiNayiDilli #IPL2021 #DCAllAccess @OctaFX pic.twitter.com/7e1341uj1F
— Delhi Capitals (@DelhiCapitals) April 7, 2021
‘বস ফিরে এসেছে। সে খুবই ভালো মানুষ। মাঠে তিনি একজন বস, তবে মাঠের বাইরে তিনি একজন বন্ধু। তিনি ফিরে আসায় আমি বেশ খুশি এবং দেখা যাক সামনে কি হয়’, জানান পৃথ্বী।