

৯ এপ্রিল থেকে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের ১৪ তম আসর। ইতোমধ্যে দলগুলো নিয়ে নিজেদের বিশ্লেষণ শুরু করে দিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞ, ধারাভাষ্যকাররা। কোলকাতা নাইট রাইডার্সের তিন নম্বর পজিশনে সমস্যাটা গত আসরেও ভুগিয়েছে। এবার সাকিব আল হাসানেই সমাধান দেখাচ্ছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ক্যারিবিয়ান ধারাভষ্যকার ইয়ান বিশপ চান শুরু থেকেই একাদশে থাকুক সাকিব। দুজনের চোখেই সাকিবের পক্ষে যুক্তি ২০১৯ বিশ্বকাপের অসাধারণ পারফরম্যান্স।
টুর্নামেন্টের শুরু থেকেই সাকিবকে কোলকাতা নাইট রাইডার্সের একাদশে দেখা যাবে কিনা এ নিয়ে আছে সংশয়। মূলত অধিনায়ক এউইন মরগানের পাশপাশি আন্দ্রে রাসেল, প্যাট কামিন্সদের জায়গা নিশ্চিতই। অতীত পরিসংখ্যান বিবেচনায় সুনীল নারাইনের জায়গাটাও পাকাই বলা যায়। তবে ক্যারিবিয়ান সাবেক তারকা ও বর্তমান ধারাভাষ্যকার ইয়ান বিশপ চান সাকিবকে শুরুতেই একাদশে রাখা হোক।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর আইপিএল টিম প্রিভিউতে কোলকাতাকে নিয়ে আলোচনা করতে গিয়ে বিশপ বলে, ‘মনে হচ্ছে গতবারের পরীক্ষিতদের দিয়েই শুরুতে দল সাজাবে কোলকাতা। এউইন মরগান, প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইন থাকবে। তবে আমি বলব সাকিবকে খেলাও। সে এমন একজন যে সেরা ছন্দে থাকলে কি করতে পারে তা আমরা ২০১৯ বিশ্বকাপে দেখেছি।’
এদিকে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের টিম প্রিভিউতে হার্শা ভোগলেতো সাকিবকে তিন নম্বরে খেলানোর পক্ষেই জোর দিয়েছেন, ‘কোলকাতার ব্যাটিং অর্ডারে সাকিব তিন নম্বর পজিশনের জন্য একজন উপযুক্ত ব্যাটসম্যান। ও তিন নম্বরে খেললে চার, পাঁচ এবং ছয় নম্বর পজিশনের ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে। তাদের ব্যাটিং অর্ডারটাও তখন সুন্দরভাবে সাজানো যাবে।’
‘আপনি যদি ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেট শূন্য থাকতে চান সেটাও আপনাকে সাকিব দিতে পারবে। এ ছাড়া আমি মনে করি সাকিব তিন নম্বর পজিশনের যোগ্য। কারণ ২০১৯ সালে এই তিন নম্বর পজিশনেই সে অসাধারণ একটি বিশ্বকাপ কাটিয়েছে। তার উপস্থিতি কোলকাতার ব্যাটিংকে আরো শক্তিশালী করবে।’
“Choosing between #Narine & #Shakib will a big debate for Kolkata”
Watch @bhogleharsha preview the two-time champions #EoinMorgan-led #KKR, ahead of #IPL2021@My11Circle pic.twitter.com/smOWXM6gWl
— Cricbuzz (@cricbuzz) April 6, 2021
উল্লেখ্য, ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে তিন নম্বরে নেমে ৮ ইনিংসে ৮৬.৫৭ গড়ে সাকিবের রান ৬০৬। ২০১৮ সালের পর আবারও কোলকাতার জার্সিতে ফিরতে যাওয়া সাকিব আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আইপিএল সেরা প্রস্তুতি নিতে মুখিয়ে আছেন। ইতোমধ্যে কোলকাতার হয়ে খেলা একটি প্রস্তুতি ম্যাচে অবশ্য ৩ রানের বেশি করতে পারেননি।