

১ টি চারদিনের ম্যাচ ও ৫ টি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সূচি চূড়ান্ত হয়েছিল আগেই, তবে সেই সূচিতে বদল এসেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুই বোর্ড সম্মত হয়ে বদল এনেছে সূচিতে। যা এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিসিবি।
মূলত বাংলাদেশে চলমান সপ্তাহব্যাপী লকডাউনের কারণে এমনটি হয়েছে। লকডাউন শেষ হবে ১১ এপ্রিল। পূর্বে ঘোষিত ১২ এপ্রিল না এসে তাই পাকিস্তানের যুবারা আসবে ১৭ এপ্রিল।
সূচিতে বদল এলেও বদল আসেনি ভেন্যুতে। একমাত্র চারদিনের ম্যাচ ও প্রথম ৩ ওয়ানডে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি দুই ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফরের পরিবর্তিত সূচিঃ
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশে আসবে- ১৭ এপ্রিল
ট্রেনিং- ২১-২২ এপ্রিল, সিলেট
একমাত্র ৪ দিনের ম্যাচ- ২৩-২৫ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
১ম ওয়ানডে- ৩০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
২য় ওয়ানডে- ২ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
৩য় ওয়ানডে- ৪ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
৪র্থ ওয়ানডে- ৭ মে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৫ম ওয়ানডে- ৯ মে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা- ১০ মে।
The Bangladesh Cricket Board (BCB) and @TheRealPCB have agreed on readjusting the itinerary for the Pakistan Under 19 Team’s tour.https://t.co/MM7elu9KCD
— Bangladesh Cricket (@BCBtigers) April 6, 2021
Pakistan U19 team to leave for Bangladesh on 17 April
More: https://t.co/ErJNGO9Kb5#PakistanFutureStars | #HarHaalMainCricket
— PCB Media (@TheRealPCBMedia) April 6, 2021
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড-
ব্যাটসম্যান- আব্বাস আলি, আব্দুল ফাসিহ, আব্দুল ওয়াহিদ বাঙ্গালজাই, ফাহাদ মুনির, মাজ সাদাকাত, মোহাম্মদ ইরফান নিয়াজি, মোহাম্মদ শেহজাদ, কাসিম আকরাম ও রিজওয়ান মেহমুদ
উইকেটরক্ষক- হাসিবউল্লাহ ও রাজা উল মুস্তফা
স্পিনার- আলিয়ান মেহমুদ, আলি আফসান্দ, আরহাম নওয়াব ও ফয়সাল আকরাম
ফাস্ট বোলার- আহমেদ খান, আসিম আলি, মুনিব ওয়াসিফ, তাহির হুসাইন ও জিশান জামির।
দলের সাথে সাপোর্ট স্টাফ যারা আসবেন-
ইজাজ আহমেদ (প্রধান কোচ ও ম্যানেজার), ইমরানউল্লাহ (ট্রেনার), রাও ইফতিখার (বোলিং কোচ), মোহতাশিম রাশিদ (ফিল্ডিং কোচ), হাফিজ নাইম (ফিজিওথেরাপিস্ট), অবসরপ্রাপ্ত কর্নেল সাফদার সাইদ (সিকিউরিটি ম্যানেজার), ফয়সাল রাই (অ্যানালিস্ট) ও এমাদ আহমেদ হামিদ (মিডিয়া ম্যানেজার)।