

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন নতুন করে আলোচনায়, আর সেটা নতুন এক বিতর্কের জন্ম দিয়েই। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলিকে নিয়ে বিতর্কিত এক টুইট করেন তিনি। যা একেবারেই পছন্দ হয়নি মইন আলির সতীর্থদের তথা ক্রিকেটারদের।
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন মইন আলি। মুসলিম ক্রিকেটাররা সচরাচর অ্যালকোহলের লোগো জার্সিতে রাখেন না। মইন আলিও তাই করেছেন।
সেই সূত্র ধরে বর্তমানে ভারতের নাগরিকত্ব নিয়ে সেখানে বসবাস করতে থাকা তসলিমা নাসরিন টুইটে লিখেছেন মইন আলি ক্রিকেট না খেললে সিরিয়াতে যেয়ে আই এস আই এসে যোগ দিতেন!
If Moeen Ali were not stuck with cricket, he would have gone to Syria to join ISIS.
— taslima nasreen (@taslimanasreen) April 4, 2021
যা মোটেও পছন্দ হয়নি জফরা আর্চারদের। টুইটারেই এমন কুরুচিকর টুইটের জন্য তারা তীব্র সমালোচনা করছেন লেখিকার। তার মত মানুষের টুইটারে থাকা উচিত না বলে মনে করছেন অনেকে।
Are you okay ? I don’t think you’re okay https://t.co/rmiFHhDXiO
— Jofra Archer (@JofraArcher) April 6, 2021
I think you might need to check if you’re feeling ok !!! Maybe delete your account too.
— Ryan Sidebottom 💙 (@RyanSidebottom) April 6, 2021
This is the problem with this app. People being able to say stuff like this. Disgusting. Things need to change, please report this account! https://t.co/uveSFqbna0
— Ben Duckett (@BenDuckett1) April 6, 2021
Can’t believe this. Disgusting tweet. Disgusting individual https://t.co/g8O1MWyR81
— Saqib Mahmood (@SaqMahmood25) April 6, 2021
Please everyone report taslimas account! Disgusting!
— Sam Billings (@sambillings) April 6, 2021
Report and block. This platform falls apart if we don’t.
— stu macgill (@scgmacgill) April 6, 2021
পরে আরো এক টুইটে তসলিমা নাসরিন লেখেন যে তিনি সারকাজম করেছেন। তবে আর্চার তা মানতে নারাজ। তিনি লেখেন কেউ হাসছে না, সম্ভবত আপনিও না। অন্তত টুইটটা মুছে ফেলার আহবান আর্চারের।
Sarcastic ? No one is laughing , not even yourself , the least you can do is delete the tweet https://t.co/Dl7lWdvSd4
— Jofra Archer (@JofraArcher) April 6, 2021