

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন এখন থেকে বাংলাদেশ দলের বিদেশ সফরে বোর্ডের কোন পরিচালক যাবেন। নিউজিল্যান্ড সফরে টিম লিডার হিসাবে গিয়েছিলেন জালাল ইউনুস। এবারে আসন্ন শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে যাবেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন।
আজ (৬ এপ্রিল) শ্রীলঙ্কা সফরের আগে সভায় বসেছিলেন নাইমুর রহমান দুর্জয়-খালেদ মাহমুদ সুজনরা। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তারা।
নাইমুর রহমান দুর্জয় জানান, এখন অব্দি শ্রীলঙ্কা সফর হবার ব্যাপারে ইতিবাচক বিসিবি। আর সফর হলে দলের সঙ্গে টিম লিডার হিসাবে যাবেন খালেদ মাহমুদ সুজন।
দুর্জয় বলেন, ‘ট্যুর (শ্রীলঙ্কা ট্যুর) এখন পর্যন্ত অন আছে, যে আমরা শ্রীলঙ্কা সফরে যাচ্ছি।’
‘বোর্ড সভাপতি সাহেব বলেছিলেন যে এখন থেকে ওরা (পরিচালক) দলের সঙ্গে যাবে। এই সফরে সুজন ভাই (খালেদ মাহমুদ সুজন) যাচ্ছে। আমাদের তো অপশন থাকেই, আমরা হয়ত মাঝখানে যেতেও পারি। ওরকম কিছু না, হেড অব দ্য টিম (টিমলিডার) হিসাবে সুজন ভাই যাচ্ছে, বোর্ড পরিচালক।’
এর আগেও বাংলাদেশ দলের কোচ বা ম্যানেজার হিসাবে দলের সঙ্গে গেছেন খালেদ মাহমুদ সুজন। তাই আলাদা করে কোন অনুভূতি আসছে না তার। বরং দায়িত্বটাই ঠিকঠাকভাবে পালন করতে চান তিনি।
‘ফিল তো কিছু নাই, দায়িত্ব আবার একটা। জালাল ভাই (জালাল ইউনুস) গিয়েছিলেন (নিউজিল্যান্ড সফরে), ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে দিচ্ছে। বোর্ডের হয়তো আস্থার জায়গা আছে জালাল ভাই, আমার, দুর্জয়, আকরামদের ওপর।’
শ্রীলঙ্কায় গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে দলের কাজে আসতে চান সুজন, সেকারণে তিনি এক্সাইটেড বলেও জানান।
‘আমি অবশ্য মানা করেছিলাম, তবে বোর্ড যখন বলে, বোর্ড সভাপতি যখন বলে তখন আর কিছুর বলার থাকেনা। নিশ্চিতভাবেই এক্সাইটেড, আবার বাংলাদেশ দলের সঙ্গে যাব। খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ শ্রীলঙ্কার সাথে। টেস্ট ক্রিকেটকে সবসময় মনে হয় একটা উইক পয়েন্ট আমাদের। টেস্টে আমরা পিছিয়েই আছি, তাই যখনই টেস্ট আসে আমাদের মনে হয় কিভাবে আমরা ভাল করতে পারি, জিততে পারি।’
‘যদিও ক্রিকেটীয় কোন কাজে আমি যাচ্ছি না। তারপরেও যদি কোনভাবে আমি কাজে আসতে পারি, এর আগেও করেছি, সেভাবে চিন্তা করব। যদিও নতুন মানুষ, রাসেল ডোমিঙ্গো। ওর সাথে আমার কাজ করা হয়নি, দেখা যাক কি হয়।’