

পাকিস্তানি ওপেনার ফখর জামানকে ১৯৩ রানের মাথায় রান আউট করায় দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে মজার ছলে ধন্যবাদ জানিয়েছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার চার্লস কভেন্ট্রি। গত রবিবার প্রোটিয়াদের বিপক্ষে এমন অনবদ্য ইনিংস খেলার পরও ১৭ রানে হার মানতে হয় পাকিস্তানকে।
ম্যাচের শেষ ওভারের প্রথম বলে লং অফ থেকে সরাসরি থ্রোতে ফখরকে রান আউট করেন মার্করাম। এ বামহাতি ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি মিস করার পাশাপাশি দলকে জয় এনে দিতে ব্যর্থ হন।
এদিকে আশ্চর্যজনক হলেও সত্য, হেরে যাওয়া দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড টিকে থাকায় মার্করামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কভেন্ট্রি। মার্করামকে ধন্যবাদ জানিয়ে টুইটারে একটি বার্তা দেন তিনি। যদিও তিনি তার রেকর্ড নিয়ে গর্বিত নন বলেও উল্লেখ করেন।
Thank you @AidzMarkram #sscricket #194*
— Charles Coventry (@CoventryChoppa) April 4, 2021
Not proud but nevertheless a record 🤣🙏
— Charles Coventry (@CoventryChoppa) April 5, 2021
২০০৯ সালে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের ৪র্থ ওয়ানডেতে ১৯৪ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত ছিলেন কভেন্ট্রি। তবে পরবর্তীতে তামিম ইকবালের ১৫৪ রানের অসাধারণ ইনিংসের উপর ভর করে বাংলাদেশ সে ম্যাচে জয়লাভ করেছিল।
জিম্বাবুয়ের হয়ে ৩৭ ওয়ানডেতে ২৪.৮৭ গড়ে ৮২১ রানের পাশাপাশি ২ টেস্টে ২২ গড়ে ৮৮ রান করেছিলেন কভেন্ট্রি। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।