

পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলেছেন। তবে দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশ ও জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন তিনি।
পায়ের আঙ্গুলে চোট পাবার কারণে ছিটকে গেছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)।
Shadab Khan ruled out of South Africa and Zimbabwe tourshttps://t.co/iIxiXLzK6v
— PCB Media (@TheRealPCBMedia) April 5, 2021
২২ বছর বয়সী শাদাব অন্তত ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। জোহানেসবার্গে ২য় ওয়ানডেতে ব্যাটিং করার সময় ইনজুরি বাধিয়েছিলেন শাদাব।
বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, ‘ম্যাচের পরে করা এক্সরে রিপোর্টে ‘ইন্ট্রা আর্টিকুলার কমিউনিকেটেড দ্র্যাকচার’ ধরা পড়েছে শাদাবের। তবে কোন ডিসপ্লেসমেন্ট বা অ্যাঙ্গুলেশন ধরা পড়েনি।’
৪ সপ্তাহের জন্য পুনর্বাসনে থাকবেন শাদাব। দক্ষিণ আফ্রিকা সফরে এখন ১ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি বাকি, জিম্বাবুয়ে সফরে যেয়ে ৩ টি-টোয়েন্টি ও ২ টি টেস্ট খেলবে বাবর আজমের দল।