

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক এমপি আজ (৪ এপ্রিল) রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করেছে।
মৃত্যুকালে আসলামুল হক এমপির বয়স হয়েছিল ৬০ বছর।
বিসিবি সভাপতি এক শোকবার্তায় বলেন, ‘আমরা (বিসিবি) আসলামুল হকের মৃত্যুতে খুবই দুঃখিত। আমরা তাকে আজীবন মনে রাখবো, বিভিন্ন উপলক্ষে বিসিবির প্রতি তার সহযোগিতা ও সাহায্যের জন্য, বিশেষ করে যখন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াত।’
‘আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে আসলামুল হকের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি।’