

মুসলিম ক্রীড়াবিদরা সাধারণত অ্যালকোহল বা তামাকজাত দ্রব্যের প্রচারে থাকতে চান না। এমন দৃষ্টান্ত আগেও রয়েছে। কারণ ইসলাম ধর্ম মদ গ্রহণ বা প্রচারের কোন নিয়ম নেই। এবারের আইপিএল আসরে মইন আলি মদ কোম্পানির প্রচারের থেকে নিজেকে বিরত রাখতেই নিজের জার্সি থেকে অ্যালকোহল প্রস্তুতকারক কোম্পানির লোগো সরানোর জন্য চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলেন। তাঁর আবেদনে সাড়া দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। মইন আলির জার্সি থেকে সেই লোগো সরিয়ে নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ইতোমধ্যে।
আসন্ন আইপিএল আসরে অ্যালকোহলের বিজ্ঞাপনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে মদ কোম্পানির লোগো সম্বলিত জার্সি না পরার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার মইন আলি। জার্সি থেকে মদ প্রস্তুতকারক সংস্থার লোগো সরিয়ে নিতে বলেছিলেন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে। তাঁর অনুরোধ মেনে নিল সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। ওই কোম্পানির লোগো বাদ দিয়েই ২০২১ আইপিএলের ম্যাচে চেন্নাইয়ের জার্সি পড়তে পারবেন তিনি।
এবারের আইপিএল মৌসুমের চেন্নাই সুপার কিংসের নতুন জার্সিতে ‘SNJ 10000’ এর লোগো রয়েছে। চেন্নাই ভিত্তিক এসএনজে ডিস্টিলারিগুলির একটি সারোগেট পণ্য ব্র্যান্ড এসএনজে ১০০০০। চেন্নাইয়ের পানীয় সংস্থার এসএনজে এর শাখা সংস্থা এটি। দলের বিদেশি অলরাউন্ডার মইন আলির আবেদন রেখেই সিএসকে তাঁর জার্সি থেকে সরিয়ে দিয়েছে সংশ্লিষ্ট লোগো। যতদিন তিনি চেন্নাই সুপার কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন ততদিন তাঁর জার্সিতে ওই লোগো থাকবে না।
মইন আলি গত বছর ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলেছিলেন। এবার তাঁকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
এবার মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলার জন্য মুখিয়ে আছেন মইন আলি। মঈনকে যে বিষয়টা সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে তা হল ধোনির নেতৃত্বে খেলা। ধোনি প্রসঙ্গে উচ্ছ্বসিত মইন বলেন,
‘এমএস ধোনির নেতৃত্বে খেলার ইচ্ছে নেই, এমন ক্রিকেটার খুঁজে পাওয়া যাবে না। বিভিন্ন দেশের ক্রিকেটারদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি ধোনির অধিনায়ক হিসেবে যে ক্যারিশমা, সেটা সবাই কাছ থেকে পেতে চায়। প্রতিপক্ষ হিসেবে বহুবার ধোনির বিরুদ্ধে খেলেছি। কিন্তু সতীর্থ হিসেবে এটাই প্রথম।’
ধোনিদের প্রথম ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী ১০ এপ্রিল৷ প্রথম ম্যাচে সুপার কিংসের সঙ্গে লড়াইয়ে নামবে দিল্লি ক্যাপিটালস৷