

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর এবারের আসরে গুরকিরাত সিং মানকে নিজেদের দলে ভিড়িয়েছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মূলত রিঙ্কু সিংয়ের ইনজুরির কারণে বিকল্প হিসাবে দল পেলেন গুরকিরাত।
হাটুর ইনজুরির কারণে আইপিএলের এবারের গোটা আসর থেকে ছিটকে গেছেন রিঙ্কু সিং। ২০১৭ সালে আইপিএল অভিষেকের পর থেকে ১১ টি ম্যাচ খেলেছেন রিঙ্কু।
অন্যদিকে গেলবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) হয়ে খেলেছিলেন গুরকিরাত। তবে তাকে ধরে রাখেনি ভিরাট কোহলির নেতৃত্বাধীন দল।
নিলামে অবিক্রীত থাকা গুরকিরাতের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ ভারতীয় রুপি। ভিত্তিমূল্যেই তাকে দলে টেনেছে কেকেআর। এবারে গুরকিরাত ৮ম বারের মত খেলবেন আইপিএলে।
NEWS: Gurkeerat Singh Mann signs up with @KKRiders as replacement for Rinku Singh. @Vivo_India #VIVOIPL
More details 👉 https://t.co/kd22VpfZwB pic.twitter.com/NBnpCkRHg6
— IndianPremierLeague (@IPL) April 3, 2021
২০২১ আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডঃ
এউইন মরগান (অধিনায়ক, ইংল্যান্ড), শিবাম মাভি, স্বন্দ্বীপ ওয়ারিয়ার, কুলদ্বীপ যাদব, সাকিব আল হাসান (বাংলাদেশ), সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), ভৈভব আরোরা, লকি ফার্গুসন (নিউজিল্যান্ড), বেন কাটিং (অস্ট্রেলিয়া), টিম সেইফার্ট (নিউজিল্যান্ড), করুন নায়ার, শেলডন জ্যাকসন, ভেঙ্কটেশ আইয়ার, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হরভজন সিং, প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), প্রাসিধ কৃষ্ণা, শুবমান গিল, নিতিশ রানা, পাওয়ান নেগি, কমলেশ নাগারকোটি, গুরকিরাত সিং মান, বরুন চক্রবর্তী, রাহুল ত্রিপাঠি।
আইপিএল-২০২১ আসরে কোলকাতা নাইট রাইডার্সের ম্যাচের সূচিঃ
১ম ম্যাচ- বিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ, চেন্নাই, ১১ এপ্রিল, রাত ৮ টা (বাংলাদেশ সময়)
২য় ম্যাচ- বিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই, ১৩ এপ্রিল, রাত ৮ টা
৩য় ম্যাচ- বিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, চেন্নাই, ১৮ এপ্রিল, বেলা ৪ টা
৪র্থ ম্যাচ- বিপক্ষ চেন্নাই সুপার কিংস, মুম্বাই, ২১ এপ্রিল, রাত ৮ টা
৫ম ম্যাচ- বিপক্ষ রাজস্থান রয়্যালস, মুম্বাই, ২৪ এপ্রিল, রাত ৮ টা
৬ষ্ঠ ম্যাচ- বিপক্ষ পাঞ্জাব কিংস, আহমেদাবাদ, ২৬ এপ্রিল, রাত ৮ টা
৭ম ম্যাচ- বিপক্ষ দিল্লি ক্যাপিটালস, আহমেদাবাদ, ২৯ এপ্রিল, রাত ৮ টা
৮ম ম্যাচ- বিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, ৩ মে, রাত ৮ টা
৯ম ম্যাচ- বিপক্ষ দিল্লি ক্যাপিটালস, আহমেদাবাদ, ৮ মে, বেলা ৪ টা
১০ম ম্যাচ- বিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স, ব্যাঙ্গালুরু, ১০ মে, রাত ৮ টা
১১তম ম্যাচ- বিপক্ষ চেন্নাই সুপার কিংস, ব্যাঙ্গালুরু, ১২ মে, রাত ৮ টা
১২তম ম্যাচ- বিপক্ষ পাঞ্জাব কিংস, ব্যাঙ্গালুরু, ১৫ মে, রাত ৮ টা
১৩তম ম্যাচ- বিপক্ষ রাজস্থান রয়্যালস, ব্যাঙ্গালুরু, ১৮ মে, রাত ৮ টা
১৪তম ম্যাচ- বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরু, ২১ মে, বেলা ৪ টা।