

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর গেলবারের আসর করোনা ভাইরাসের কারণে হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এবারের আসর ভারতে অনুষ্ঠিত হবে। তবে শুরুর আগেই আবার করোনার হানা। এবার করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার আক্সার প্যাটেল। এছাড়া টুর্নামেন্টের অন্যতম ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের দশ জন গ্রাউন্ডসম্যান করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন, করোনা পজিটিভ চেন্নাইয়ের কন্টেন্ট দলের এক সদস্যও।
দুই-এক দিন হলো করোনামুক্ত হয়েছেন কোলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান নিতিশ রানা। সে খবর পুরোনো হতে না হতেই আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের আক্সার প্যাটেল। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরটি বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে।
দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট হতে সংবাদ সংস্থা এএনআইকে জানানো হয়,
‘দুর্ভাগ্যজনকভাবে আক্সার প্যাটেল করোনা পজিটিভ চিহ্নিত হয়েছেন। আইসোলেশনে রাখা হয়েছ। প্রোটোকল মেনে চলা হচ্ছে।’
বর্তমানে আক্সার প্যাটেলকে দিল্লি দলের থেকে আলাদা করে রাখা হয়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা নিয়মিত ব্যবধানে পর্যবেক্ষণ করছেন বলে জানানো হয়েছে। এই অবস্থায় আক্সারকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। যা আইপিএল শুরুর আগে দিল্লির জন্য বড়সড় দুঃসংবাদ।
He is currently in isolation at a designated medical care facility. The Delhi Capitals medical team is in constant touch with Axar and ensuring his safety and well-being. We wish him a speedy recovery.
— Delhi Capitals (@DelhiCapitals) April 3, 2021
করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন চেন্নাই সুপার কিংস (সিএসকে) এর কন্টেন্ট দলের একজন। সিএসকে’র প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথান এটি নিশ্চিত করেছেন।
এছাড়া মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ১০ জন গ্রাউন্ডসম্যান করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামের করোনা ভাইরাসে আক্রান্ত গ্রাউন্ডসম্যানদের আইসোলেশনে পাঠানো হয়েছে।
আগামী ১০ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হওয়ার কথা চেন্নাই সুপার কিংসের। ওয়াংখেড়েতে আইপিএলের ১৪তম আসরের মোট ১০টি ম্যাচ রয়েছে৷ মুম্বাই সহ মহারাষ্ট্রে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়া লোকের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে৷ তাই আইপিএল ২০২১ শুরুর আগে বড় ধাক্কাই খেল বিসিসিআই।
ভারতে ফের উধ্বর্মুখী করোনা আক্রান্তের সংখ্যা। এর জেরে ফের একবার আশঙ্কাজনক পরিস্থিতি দেখা দিয়েছে গোটা ভারতজুড়ে। গত কয়েকদিনে হু হু করে বেড়ে চলেছে করোনা সংক্রমন।