

প্রথম টেস্টের পুনরাবৃত্তি! অ্যান্টিগার দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কা কোন দলই হাসতে পারল না। জয়ের জন্য ৩৭৭ রানের জবাবে ৭৯ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৯৩ রান করে শ্রীলঙ্কা। টেস্ট হয় ড্র। শেষদিন অধিনায়ক দিমুথ করুণারত্নে ও ওশাদা ফার্নান্দো ফিফটি করে ড্র উপহার দেয় লঙ্কানদের। জয়, পরাজয় না থাকা এমন সিরিজের সমাপ্তি ঘটল জয়শূন্য ড্র’তে।
প্রথম ইনিংসে ১২৬ রানের অনবদ্য ইনিংস ও দ্বিতীয় ইনিংসের ৮৫ রানের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হলেন উইন্ডিজ অধিনায়ক ও ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট।
২ টেস্টের সিরিজে সবমিলিয়ে ১১ উইকেট শিকার করে শ্রীলঙ্কার পেসার সুরাঙ্গা লাকমাল পেয়েছেন ম্যান অফ দ্য সিরিজের পুরষ্কার।
Suranga Lakmal is the Player of the Series for his 11 wickets! Congratulations! 🙌#WIvSL pic.twitter.com/Z7JUeabnL5
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) April 2, 2021
দ্বিতীয় টেস্ট জিতে সিরিজও জিতে নিতে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য ৩৭৭ রান! গতকাল চতুর্থ দিন শেষে দশ্রীলঙ্কা কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করে ২৯ রান। দিমুথ করুণারত্নে ১১ ও লাহিরু থিরিমান্নে ১৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। জয়ের জন্য শেষদিন লঙ্কানদের করতে হত আরও ৩৪৮ রান, হাতে ছিল সবকটি উইকেট।
তবে ফাইনাল ডে’তে ১৯৩ রান করার পরই দিন শেষ হয়ে যায়। ফলে টেস্ট হয় ড্র।
পঞ্চম দিনে লাহিরু থিরিমান্নে ৩৯ রানে ফিরলে ওশাদা ফার্নান্দোকে নিয়ে জুটি বাঁধেন দিমুথ করুণারত্নে। উইকেট বাঁচিয়ে খেলাতেই মনোনিবেশ করেন তারা। এর মাঝে ফিফটির দেখা পান অধিনায়ক করুণারত্নে। তবে কাইল মায়ের্সের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ৭৫ রান করা করুণারত্নে।
A shared reward for a hard-fought series! 🏆🏏👏#WIvSL #MenInMaroon pic.twitter.com/NZqfKwQ45V
— Windies Cricket (@windiescricket) April 2, 2021
এরপর আর কোন বিপদ ঘটতে দেননি ওশাদা ফার্নান্দো ও দিনেশ চান্দিমাল। ম্যাচ ড্র নিশ্চিত করে যখন প্যাভিলিয়নে ফেরেন ৬৬ রানে অপরাজিত ছিলেন ফার্নান্দো। অপরপ্রান্তে চান্দিমাল করেন ৬৬ বলে ১০ রান।
উইন্ডিজের হয়ে বল হাতে তেমন কেউই সুবিধা করতে পারেনি। ১টি করে উইকেট দখলে নেন কাইল মায়ের্স ও আলজারি জোসেফ।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংসঃ ৩৫৪/১০ (১১১.১ ওভার) ব্র্যাথওয়েট ১২৬, ক্যাম্পবেল ৫, বোনার ০, মায়ের্স ৪৯, ব্ল্যাকউড ১৮, হোল্ডার ৩০, জশুয়া ১, জোসেফ ২৯, কর্নওয়াল ৭৩, রোচ ৯; লাকমাল ২৮-১১-৯৪-৪, ফার্নান্দো ২৭-৪-৭১-১, চামিরা ২১.১-৪-৬৯-৩, এম্বুলদেনিয়া ২৫-৫-৮৮-১, ধনাঞ্জয়া ১০-৩-২৬-১
শ্রীলঙ্কা ১ম ইনিংসঃ ২৫৮/১০ (১০৭ ওভার) করুণারত্নে ১, থিরিমান্নে ৫৫, ওশাদা ১৮, চান্দিমাল ৪৪, ধনাঞ্জয়া ৩৯, নিসাঙ্কা ৫১, ডিকওয়েলা ২০, লাকমাল ৬, চামিরা ২, এম্বুলদেনিয়া ৫*; রোচ ১৮-৫-৫৮-৩, গ্যাব্রিয়েল ১৬-৩-৩৭-১, জোসেফ ২২-৪-৬৪-২, হোল্ডার ২১-৩-৩৯-২, মায়ের্স ১১-৭-১০-১, ব্ল্যাকউড ৪-০-১৬-১
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংসঃ ২৮০/৪ডিক্লে (৭২.৪ ওভার) ব্র্যাথওয়েট ৮৫, ক্যাম্পবেল ১০, ব্ল্যাকউড ১৮, মায়ের্স ৫৫, হোল্ডার ৭১*, জশুয়া ২০*; লাকমাল ১৪-৩-৬২-২, চামিরা ১৮-০-৭৪-২
শ্রীলঙ্কা ২য় ইনিংসঃ ১৯৩/২ (৭৯ ওভার) করুণারত্নে ৭৫, থিরিমান্নে ৩৯, ফার্নান্দো ৬৬*, চান্দিমাল ১০*; মায়ের্স ৬-৪-৫-১, জোসেফ ১০-২-৩৩-১
ফলাফলঃ টেস্ট ড্র
ম্যাচ সেরাঃ ক্রেইগ ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)
সিরিজ সেরাঃ সুরাঙ্গা লাকমাল (শ্রীলঙ্কা)