

জয়ের ক্ষেত্রটা আগেরদিনই তৈরি করে রেখেছিলেন রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ। শেষদিনে বাকি কাজটুকু সেরে নিলেন ব্যাটসম্যানরা। বঙ্গবন্ধু ২২ তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২য় রাউন্ডে খুলনা বিভাগের বিপক্ষে ৭ উইকেটের জয় পেল রংপুর বিভাগ।
রংপুর পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ গোটা ম্যাচে ১২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ২য় ইনিংসেও ৬ উইকেট নিয়ে খুলনার ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙে দেন।
১১৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে বিনা উইকেটে ১৬ রান নিয়ে দিন শুরু করেছিল রংপুর। শুরুতে নোবিন ইসলামকে দ্রুত হারালেও নাসির হোসেন এবং জাহিদ জাভেদের ব্যাটে চড়ে সহজেই জয় তুলে নেয় রংপুর। নাসির হোসেন আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়ে ৪৪ বলে ৪৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এছাড়াও জাভেদ ৩৭ এবং সোহরাওয়ার্দী শুভ ১৮ রানে অপরাজিত ছিলেন।
খুলনার পক্ষে আবদুল হালিম ২টি এবং রবিউল ইসলাম রবি ১ উইকেট নেন।
এর আগে খুলনা তাদের প্রথম ইনিংসে ২২১ রানের জবাবে রংপুর প্রথম ইনিংসে ৩৬৪ রানে করেছিল। ১৪৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ২য় ইনিংসে ২৫৯ রানের বেশি করতে পারেনি খুলনা।
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা ১ম ইনিংসে ২২১/১০ (৪৯.২), রবি ০, অমিত ৪, ইমরুল ০, তুষার ১১৬, সোহান ৩১, নাহিদুল ২৯, জিয়া ০, টুটুল ৬, হালিম ৯, মিনহাজ ৯, টিপু ৪*; মুগ্ধ ১৩.২-১-৬৪-৬, আরিফুল ১৫-২-৫৪-২, নোবিন ৯-০-৩১-২।
রংপুর ১ম ইনিংসে ৩৬৪/১০ (৯৭.১), জাভেদ ৩২, নোবিন ০, শুভ ১৫, তানবীর ৩১, নাসির ৬৬, আরিফুল ৯৭, মাহমুদুল ২৫, ধিমান ৪৩, রিশাদ ১৫, সাজেদুল ২১, মুগ্ধ ০*; হালিম ২৩-২-৮৮-২, টুটুল ২২.১-৪-৭৮-৪, জিয়া ২৩-৩-৮৬-১, রবি ১২-১-৪১-২
খুলনা ২য় ইনিংসে ২৫৯/১০ (৬৯.৩), রবি ০, অমিত ৮৯, ইমরুল ৩১, নাহিদুল ৩০, তুষার ২, সোহান ০, জিয়া ৬৪, টুটুল ১৬, হালিম ০, মিনহাজ ৯*, টিপু ০; মুগ্ধ ২০-৩-৬৭-৬, আরিফুল ১৩-১-৫৭-১, মাহমুদুল ১৪-৬-২৪-২, শুভ ২.৩-০-১৫-১
রংপুর ২য় ইনিংসে ১২০/৩ (৩৩.৩), জাভেদ ৩৭, নোবিন ১, শুভ ১৮*, তানবীর ১০, নাসির ৪৮*; হালিম ৮-৩-৩১-২, রবি ৬-০-৩৩-১
ফলাফলঃ রংপুর ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরাঃ মুকিদুল ইসলাম মুগ্ধ (রংপুর)।