

নতুন করে করোনা ভাইরাস প্রভাবের কারণে অনির্দিষ্টকালের জন্যই স্থগিত হয়ে গেল বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলমান ২২তম আসর। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মাঠে গড়াবে না এনসিএলের কোন ম্যাচ।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের খেলার শেষ দিনে স্থগিতের বিষয়টি নিশ্চিত হয়। ঢাকা বিভাগের ম্যানেজার ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসে (সিসিডিএম) সদস্য সচিব আলি হোসেন ‘ক্রিকেট৯৭’ কে বলেন,
‘হ্যা,জাতীয় লিগটা আপাতত স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবি। অনির্দিষ্টকালের জন্যই স্থগিত হচ্ছে টুর্নামেন্ট। আবার শুরু হলে এখান থেকেই শুরু হবে।’
হঠাৎ করেই করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে বাংলাদেশে৷ বাড়ছে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। কিন্তু এনসিএলে খেলা বেশ কয়েকজন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় টুর্নামেন্ট স্থগিতের মতো বড় সিদ্ধান্ত নিতে হয় বিসিবিকে।
কোভিড-১৯ পজিটিভ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- সাদমান ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, অলক কাপালি, নাইম ইসলাম ও আকবর আলি।
গত ২২ মার্চ শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের ২২তম আসর। এই টুর্নামেন্ট দিয়েই কোভিড বিরতির পর ঘরোয়া ক্রিকেটের নিয়মিত আসরগুলো শুরু হয়েছিল বাংলাদেশে। এবার তাও বন্ধ হয়ে গেল অনির্দিষ্ট সময়ের জন্যে।