

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হার দেখেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ টাইগাররা মাঠে নেমেছে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে।
অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টির কারণে টস নির্ধারিত সময়ে (বাংলাদেশ সময় সাড়ে ১১ টা) হয়নি। বৃষ্টি থামলে দুপুর ১ টা ৫৫ মিনিটে হয় টস।
শেষ ম্যাচে টিম সাউদির সঙ্গে টস করতে নামেন লিটন দাস। ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন লিটন। ম্যাচ হবে ১০ ওভারের, পাওয়ারপ্লে থাকবে ৩ ওভারের।
10 overs each at Eden Park for the final match of the Alesha Mart T20 Series. 3 over Powerplay #NZvBAN pic.twitter.com/wa8ec4sOvD
— BLACKCAPS (@BLACKCAPS) April 1, 2021
বাংলাদেশ একাদশে এসেছে তিন পরিবর্তন। মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন খেলছেন না। একাদশে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।
ওদিকে নিউজিল্যান্ড একাদশে ঢুকেছেন লকি ফার্গুসন ও টড অ্যাস্টল, বাদ পড়েছেন হামিশ বেনেট ও ইশ সোধি।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস (উইকেটরক্ষক, অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ-
মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), উইল ইয়াং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), টড অ্যাস্টল, অ্যাডাম মিলনে ও লকি ফার্গুসন।