

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হার দেখেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ টাইগাররা মাঠে নামছে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে।
শেষ ম্যাচে টিম সাউদির সঙ্গে টস করতে নামার কথা লিটন দাসের। ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে বৃষ্টির কারণে যথাসময়ে হয়নি টস। অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। টানা বৃষ্টি চলছে সেখানে।
A chat for the captain and coach as the covers roll off at @edenparknz. Turf staff working on the ground but no news yet on a toss or start time. #NZvBAN pic.twitter.com/zacq8Hwsik
— BLACKCAPS (@BLACKCAPS) April 1, 2021
এই মাঠেই আজ ছিল অস্ট্রেলিয়া নারী দল ও নিউজিল্যান্ড নারী দলের খেলা। বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া সেই ম্যাচে হয়েছে কেবল ১৭ বল।