

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজের নাম সরিয়ে নিলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ে থাকার মানসিক ক্লান্তি নিতে চাননা তিনি। তাই প্রতিযোগিতা শুরুর আগেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন হ্যাজেলউড। চেন্নাইয়ের সঙ্গে ২০২০ এ চুক্তিবদ্ধ হওয়া এই ক্রিকেটার এবার না থাকায় বড় ধাক্কায় পেল ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলের দীর্ঘ বায়ো-বাবলের কথা ভেবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন হ্যাজেলউড৷ আইপিএলের নিয়মে টুর্নামেন্ট শুরুর আগে আট দলের ক্রিকেটারদের বাধ্যতামূলক সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়া ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে জশ হ্যাজেলউড আইপিএল ২০২১ থেকে নাম প্রত্যাহারের তথ্য দিয়েছেন। তিনি বলেছেন,
‘আমি গত ১০ মাস ধরে বিভিন্ন সময়ে বায়ো-বাবল ও কোয়ারেন্টাইনের মধ্যেই আছি। এমন পরিস্থিতিতে এখন আমি ক্রিকেট থেকে বিরতি নিতে চাই এবং আমার পরিবারের সাথে কিছুটা সময় কাটাতে চাই। আগামী দুই মাস অস্ট্রেলিয়ায় থাকব।’
হ্যাজেলউড আরও বলেছিলেন,
‘সামনে আমাদের ওয়েস্ট ইন্ডিজে একটা লম্বা সফর হবে, এবং শেষদিকে বাংলাদেশ সফরে (টি-টোয়েন্টি সিরিজ) যেতে হবে। এবং তারপরে টি-টোয়েন্টি বিশ্বকাপ, অ্যাশেজ সিরিজ। এর অর্থ হল ১২ মাস খুব ব্যস্ত হতে চলেছে, পুরো সময়ই অস্ট্রেলিয়া দলের সঙ্গে থাকতে হবে। এবং এজন্যেই আমি নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হওয়ার জন্য সেরা সুযোগ দিতে চাই। এটিই আমি সিদ্ধান্ত নিয়েছি এবং এটি আমার কাছে সঠিক মনে হয়েছে।’
চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২০ এর নিলামে হ্যাজেলউড কিনেছিল দুই কোটি ভারতীয় রুপিতে। তবে গত বছর চেন্নাইয়ের জার্সিতে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই পেসার।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার দুই খেলোয়াড় জশ ফিলিপ এবং মিচেল মার্শ ইতিমধ্যে আইপিএল ২০২১ মৌসুম থেকে সরে এসেছেন।