

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কোলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক এউইন মরগান বলছেন এবারের আসরে তার দলের স্পিন আক্রমণই অন্যতম সেরা। সাকিব আল হাসান, সুনীল নারাইনদের সাথে সাবেক ভারতীয় তারকা স্পিনার হরভজন সিংয়ের যুক্ত হওয়াটা বোলিং স্পিন বিভাগকে বেশি শক্তিশালী করেছে বলে তার মত।
৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের এবারের আসরে কোলকাতা নাইট রাইডার্স ১১ এপ্রিল চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।
এবারের নিলামে কোলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছে স্পিনার সাকিব আল হাসান, হরভজন সিং ও পাওয়ান নেগিকে। আগে থেকেই দলটিতে ছিলেন সুনীল নারাইন, কুলদ্বীপ যাদব, বরুণ চক্রবর্তীর মত স্পিনাররা। সবমিলিয়ে নতুন পুরাতন স্পিনারের সমন্বয়ে দলটির স্পিন আক্রমোণ সবার সেরা অন্তত অধিনায়ক এউইন মরগানের মতে।
টুর্নামেন্ট শুরুর আগে দলের স্পন্সর পার্টনার হিসেবে যুক্ত হয় মোবাইল গেমিং প্ল্যাটফর্ম মোবাইল প্রিমিয়ার লিগ (এমপিএল)। এ উপলক্ষ্যে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কোলকাতা নাইট রাইডার্স অধিনায়ক।
দলের স্পিন আক্রমণ নিয়ে উচ্ছ্বসিত মরগান আলাদা করে হরভজন সিংকে তুলে ধরলেন। এখনো পর্যন্ত আইপিএলের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি এই অফ স্পিনারের উইকেট ১৫০ টি। আইপিএল ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই চেন্নাই সুপার কিংসের হয়ে কাটানো ৪০ বছর বয়সী এই স্পিনার এবার নাম লিখিয়েছেন কোলকাতা নাইট রাইডার্সের হয়ে।
দলের স্পিন আক্রমণ নিয়ে মরগান বলেন, ‘আমি মনে করি হরভজনকে আমাদের দলে যুক্ত করায় সত্যিকার অর্থেই আমাদের শক্তিমত্তা বেড়ে গেল। আমার মনে হয় আপনি যখন আমাদের পুরো স্পিন বিভাগের দিকে তাকাবেন কাগজে কলমে এটি টুর্নামেন্টের অন্যতম সেরা স্পিন আক্রমণ এবং এটিই সত্য।’
‘আমাদের হাতে থাকা বিকল্পগুলো আপনি দেখতে পারেন। আমরা যেসব পিচে খেলবো বিশেষ করে চেন্নাইয়ের উইকেটে স্পিনাররা দারুণ কার্যকর হবে। এটা এমন একটা জায়গা যেখানে আমরা যদি টুর্নামেন্টে ভালো খেলি নিশ্চিতভাবেই আমাদের স্পিনাররা নিজেদের মেলে ধরতে পারবে।’
২০২১ আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডঃ
এউইন মরগান (অধিনায়ক, ইংল্যান্ড), শিবাম মাভি, স্বন্দ্বীপ ওয়ারিয়ার, কুলদ্বীপ যাদব, সাকিব আল হাসান (বাংলাদেশ), সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), ভৈভব আরোরা, লকি ফার্গুসন (নিউজিল্যান্ড), বেন কাটিং (অস্ট্রেলিয়া), টিম সেইফার্ট (নিউজিল্যান্ড), করুন নায়ার, শেলডন জ্যাকসন, ভেঙ্কটেশ আইয়ার, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হরভজন সিং, প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), প্রাসিধ কৃষ্ণা, শুবমান গিল, নিতিশ রানা, পাওয়ান নেগি, কমলেশ নাগারকোটি, রিঙ্কু সিং, বরুন চক্রবর্তী, রাহুল ত্রিপাঠি।
আইপিএল-২০২১ আসরে কোলকাতা নাইট রাইডার্সের ম্যাচের সূচিঃ
১ম ম্যাচ- বিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ, চেন্নাই, ১১ এপ্রিল, রাত ৮ টা (বাংলাদেশ সময়)
২য় ম্যাচ- বিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই, ১৩ এপ্রিল, রাত ৮ টা
৩য় ম্যাচ- বিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, চেন্নাই, ১৮ এপ্রিল, বেলা ৪ টা
৪র্থ ম্যাচ- বিপক্ষ চেন্নাই সুপার কিংস, মুম্বাই, ২১ এপ্রিল, রাত ৮ টা
৫ম ম্যাচ- বিপক্ষ রাজস্থান রয়্যালস, মুম্বাই, ২৪ এপ্রিল, রাত ৮ টা
৬ষ্ঠ ম্যাচ- বিপক্ষ পাঞ্জাব কিংস, আহমেদাবাদ, ২৬ এপ্রিল, রাত ৮ টা
৭ম ম্যাচ- বিপক্ষ দিল্লি ক্যাপিটালস, আহমেদাবাদ, ২৯ এপ্রিল, রাত ৮ টা
৮ম ম্যাচ- বিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, ৩ মে, রাত ৮ টা
৯ম ম্যাচ- বিপক্ষ দিল্লি ক্যাপিটালস, আহমেদাবাদ, ৮ মে, বেলা ৪ টা
১০ম ম্যাচ- বিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স, ব্যাঙ্গালুরু, ১০ মে, রাত ৮ টা
১১তম ম্যাচ- বিপক্ষ চেন্নাই সুপার কিংস, ব্যাঙ্গালুরু, ১২ মে, রাত ৮ টা
১২তম ম্যাচ- বিপক্ষ পাঞ্জাব কিংস, ব্যাঙ্গালুরু, ১৫ মে, রাত ৮ টা
১৩তম ম্যাচ- বিপক্ষ রাজস্থান রয়্যালস, ব্যাঙ্গালুরু, ১৮ মে, রাত ৮ টা
১৪তম ম্যাচ- বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরু, ২১ মে, বেলা ৪ টা।