

এবারের আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার কথা ছিল অজি অলরাউন্ডার মিচেল মার্শের। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মার্শ। তার বদলি হিসাবে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে ভিড়িয়েছে ইংলিশ ওপেনার জেসন রয়কে।
২০১০ সালে অভিষেকের পর থেকে মিচেল মার্শ আইপিএলে ২১ টি ম্যাচে খেলেছেন।
অপরদিকে এবারের নিলাম থেকে অবিক্রিত জেসন রয় ২০১৭ সালে গুজরাট লায়ন্সের হয়ে খেলেছিলেন। ২০১৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) এর প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।
NEWS: Jason Roy signs up with @SunRisers as replacement for Mitchell Marsh. @Vivo_India #VIVOIPL
Details 👉 https://t.co/sAZHKEaUuU pic.twitter.com/zPL5TgjFda
— IndianPremierLeague (@IPL) March 31, 2021
আইপিএলে ৮ ম্যাচ খেলে ১ ফিফটিতে ১৭৯ রান করেছেন জেসন রয়। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফর্মে ছিলেন রয়। ৫ ম্যাচে ১৩২.১১ স্ট্রাইক রেটে ১৪৪ রান করেন তিনি। ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ১ ফিফটিতে করেছিলেন ১১৫ রান।
জেসন রয়কে ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপিতে কিনেছে ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ।
Due to personal reasons, Mitchell Marsh will be opting out of #IPL2021.
We would like to welcome @JasonRoy20 to the #SRHFamily! 🧡#OrangeOrNothing #OrangeArmy pic.twitter.com/grTMkVUns4
— SunRisers Hyderabad (@SunRisers) March 31, 2021
২০২১ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড-
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক, অস্ট্রেলিয়া), রাশিদ খান (আফগানিস্তান), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), খলিল আহমেদ, আব্দুল সামাদ, স্বন্দ্বীপ শর্মা, মুজিব উর রহমান (আফগানিস্তান), জেসন রয় (ইংল্যান্ড), শ্রীবাটস গোস্বামী,কেদার যাদব, মোহাম্মদ নবি (আফগানিস্তান), অভিষেক শর্মা, বাসিল থাম্পি, জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), ভুবনেশ্বর কুমার, জগদিশা সুচিথ, ভিরাট সিং, থাঙ্গারাসু নটরাজন, কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), শাহবাজ নাদিম, জনি বেয়ারস্টো (ইংলুয়ান্ড), মনীশ পান্ডে, বিজয় শঙ্কর, সিদ্ধার্থ কল ও প্রিয়ম গার্গ।