

ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান শ্রেয়াস আইয়ার। আর তাতেই আসন্ন আইপিএল মৌসুম থেকে ছিটকে যান তিনি। এবারের আইপিএলেও দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল আইয়ারের। শুধু আইপিএল নয়, আগামী ৫-৬ মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হবে শ্রেয়াস আইয়ারকে।
আজ (মঙ্গলবার) এক বিবৃতি দিয়ে শ্রেয়াস আইয়ারের মাঠে নামতে না পারার খবর জানিয়েছে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।
Statement from Delhi Capitals 📝
Shreyas has taken DC to newer heights ever since he took on the role of captain, leading the team to its very first final last year. The franchise will always be there for any assistance and support he may require at any step.#YehHaiNayiDilli pic.twitter.com/0GoDKIQKqp
— Delhi Capitals (@DelhiCapitals) March 30, 2021
শ্রেয়াস আইয়ারের ছিটকে যাওয়া রীতিমতো বড় ধাক্কা দিল্লি ক্যাপিটালসের। গত মৌসুমে যে এই শ্রেয়াসই দিল্লিকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন।
গতবার শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস আইপিএল ফাইনাল খেলেছিল। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে শিরোপা জেতা হয়নি দিল্লির। ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন শ্রেয়াস, ৫১৯ রান করে গত আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ছিলেন চার নম্বরে। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি ছিলেন দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী।
এপ্রিল মাসে তাঁর অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা। সেপ্টেম্বর মাসের আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে শ্রেয়াস আইয়ারের।