

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর গেলবারের আসরের রানার আপ দিল্লি ক্যাপিটালস। ২০২১ সালের নয়া আসরে নয়া অধিনায়কের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাব পান্ট এবারে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করবেন।
৩০ মার্চ এক বিজ্ঞপ্তি দিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল্লি ক্যাপিটালস।
🚨 ANNOUNCEMENT 🚨
Rishabh Pant will be our Captain for #IPL2021 ✨@ShreyasIyer15 has been ruled out of the upcoming season following his injury in the #INDvENG series and @RishabhPant17 will lead the team in his absence 🧢#YehHaiNayiDilli
— Delhi Capitals (@DelhiCapitals) March 30, 2021
২৩ বছর বয়সী রিশাব পান্ট এবারই প্রথম আইপিএলে অধিনায়কত্ব করবেন। এর আগে তিনি দিল্লি রাজ্য দলের অধিনায়কত্ব করেছেন। পান্টের অধিনায়কত্বে দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ এপ্রিল, সেদিন মুম্বাইয়ে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।
বড় দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত পান্ট বলেন, ‘দিল্লি এমন জায়গা যেখানে আমি বেড়ে উঠেছি। ৬ বছর আগে সেখানেই আমার আইপিএল যাত্রা শুরু হয়। এই দলকে একদিন নেতৃত্ব দেওয়া ছিল স্বপ্নের মতো ব্যাপার। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমি বিনীত ও কৃতজ্ঞ, বিশেষ করে দলের মালিকদের প্রতি। যারা আমাকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করেছেন। দারুণ কোচিং স্টাফ ও মার্জিত সিনিয়রদের পাশে নিয়ে আমি দিল্লি ক্যাপিটালসের হয়ে আমার সেরাটা দিতে মুখিয়ে আছি।’
Thank you to all the random Wiki editors for your creative names today. We’ll take it from here 🙂👍🏽#YehHaiNayiDilli pic.twitter.com/fgQpf9yTf2
— Delhi Capitals (@DelhiCapitals) March 30, 2021