

বঙ্গবন্ধু ২২ তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২য় রাউন্ডের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে চালকের আসনে রয়েছে চট্টগ্রাম। ১ম দিনে পিনাকের সেঞ্চুরির পর ২য় দিনে লোয়ার অর্ডারের দৃঢ়তায় চারশো রানের কোটা পেরিয়ে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে ১৩২ রানে ৩ উইকেট হারিয়ে বসেছে ঢাকা মেট্রো। এখনও তারা ২৭০ রানে পিছিয়ে রয়েছে।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের ব্যাটিংয়ের জবাব দিতে নেমে শুরুতে ওপেনার আজমিরকে হারিয়ে বসে ঢাকা মেট্রো। এরপর অপর ওপেনার জাহিদুজ্জামান এবং তিনে নামা শামসুর রহমানের ব্যাটে চড়ে বেশ ভালোভাবে এগোচ্ছিল ঢাকা মেট্রো।
১১৮ রানের চমৎকার জুটির গড়েন তারা। তবে দিনের শেষ দিকে খেই হারিয়ে বসে ঢাকা মেট্রো। দিনের খেলা ৩ ওভার বাকি থাকতে শামসুর রহমানকে (৬৮) বোল্ড করেন চট্টগ্রামের নাইম হাসান। পরের ওভারে অধিনায়ক মার্শাল আইয়ুব (২) রান আউটের শিকার হয়ে দলকে বিপদে ফেলে দেন। বাকি সময় আর কোন বিপদ হতে দেননি জাহিদুজ্জামান (৪৬) এবং আল আমিন জুনিয়র (০)।
এর আগে দিনের শুরুতে ব্যাট করতে নেমে পিনাক ঘোষ ১৫০ রানের কোটা অতিক্রম করার পর বেশিদূর যেতে পারেননি। আরাফাত সানির বলে বোল্ড হওয়ার আগে ১৫৯ রানের ঝকঝক ইনিংস খেলেন। আগের দিন ১৩৭ রানের অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছিলেন তিনি। পিনাকের বিদায়ের ৪ রান পরে শাহাদাত হোসেন দিপু বিদায় নেন ৫৩ রান করে।
এরপর ইরফান শুক্কুর ও নাইম হাসানের ব্যাটে চড়ে ৮ উইকেটে ৪০২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। ইরফান ২২ রানে আউট হলেও নাইম ২৭ রানে অপরাজিত থাকেন।
ঢাকা মেট্রোর পক্ষে সানি ৩টি এবং শহিদুল ইসলাম ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে):
চট্টগ্রাম ১ম ইনিংসে ৪০২/৮ (১২৬.৩ ওভারে ইনিংস ঘোষণা), সাদিকুর ১৬, পিনাক ১৫৯, জয় ২৮, মুমিনুল ১১, রাব্বি ৪৯, দিপু ৫৩, শুক্কুর ২২, মেহেদী ১৬, নাইম ২৭*, ইফরান ৫*; শহিদুল ২৬-৬-৭৮-২, রনি ১৪.৩-৪-৩০-১, মানিক ১৪২-০-৪-১, সানি ৩৯-৬-১২০-৩, আল আমিন জুনিয়র ৬-০-২৬-১
ঢাকা মেট্রো ১ম ইনিংসে ১৩২/৩ (৪৮), আজমির ৮, জাহিদুজ্জামান ৪৬*, শামসুর ৬৮, মার্শাল ২, আল আমিন জুনিয়র ০*; নাইম ১৮-৫-৪২-১
১ম ইনিংসে ৭ উইকেট হাতে রেখে ২৭০ রান পিছিয়ে ঢাকা মেট্রো।