

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি গ্রাউন্ডে বঙ্গবন্ধু ২২ তম জাতীয় লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচ এখন অব্দি একতরফা হয়নি শুভাগত হোমের কারণে। বলে-ব্যাটে পারফর্ম করে সিলেট বিভাগীয় দলের বিপক্ষে ঢাকা বিভাগীয় দলকে ম্যাচে টিকিয়ে রেখেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
৬ উইকেটে ২৮২ রান নিয়ে ১ম দিনের খেলা শেষ করেছিল সিলেট বিভাগ। আজ ২য় দিনে এসে আরো ৮৮ রান যোগ করেছে সিলেট। ১১৪.৪ ওভারে ৩৭০ রানে থামে সিলেট। ঢাকার পক্ষে ৪ উইকেট নেন শুভাগত হোম। ২ টি করে উইকেট নেন সুমন খান ও তাইবুর পারভেজ।
ব্যাট করতে নেমে ৯৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে ঢাকা। ছয়ে নামা শুভাগত হোম পরে দেয়াল হয়ে দাড়ান সিলেটের বোলারদের সামনে। নাদিফ চৌধুরীকে সাথে নিয়ে গড়েন ৭৭ রানের জুটি, যেখানে নাদিফের অবদান মাত্র ১৬।
২য় দিনের খেলা শেষ হবার আগ অব্দি আরাফাত সানি জুনিয়রের সঙ্গে ৭ম উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে আরো ৬৯ রান যোগ করেছেন শুভাগত। ৯৫ বলে ১১ চার ও ১ ছক্কায় ৮৯ রান করে অপরাজিত আছেন শুভাগত। তৃতীয় দিনে নামবেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৩ তম শতক পাবার লক্ষ্যে।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে):
সিলেট ১ম ইনিংসে ৩৭০/১০ (১১৪.৪), সায়েম ১১, শাহনাজ ০, অমিত ১৩, জাকির ১৫৯, জাকের ৬৭, গালিব ৬৭, রাহাতুল ৫, এনামুল ১৪, সাকিব ১১, রাহি ১৯, রুয়েল ১*; সুমন ১৭-২-৫৫-২, শাকিল ১৬-২-৫৬-১, অপু ৩৫-৩-১২২-১, শুভাগত ২৯-৪-৮৬-৪, তাইবুর ১১.৪০-৩১-২
ঢাকা ১ম ইনিংসে ২৩৯/৬ (৬৩), জয়রাজ ৪১, মজিদ ০, সাইফ ৪২, অঙ্কন ২, তাইবুর ৩, শুভাগত ৮৯*, নাদিফ ১৬, আরাফাত সানি জুনিয়র ৩৪*; রুয়েল ১৫-২-৪৪-১, সাকিব ১২-১-৪২-২, রাহাতুল ১৪-১-৬৫-৩
১ম ইনিংসে ৪ উইকেট হাতে রেখে ঢাকা ১৩১ রানে পিছিয়ে।