

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হার দেখেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ টাইগাররা মাঠে নামছে সিরিজ বাঁচানোর জন্য।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। মুস্তাফিজুর রহমানের জায়গায় আজ খেলবেন তাসকিন আহমেদ। নিউজিল্যান্ড একাদশেও আছে এক পরিবর্তন, লকি ফার্গুসনের বদলে একাদশে আছেন অ্যাডাম মিলনে।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশঃ
মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), উইল ইয়াং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি, ইশ সোধি, অ্যাডাম মিলনে ও হ্যামিশ বেনেট।