

ইংল্যান্ডের অলরাউডার স্যাম কারেনের মাঝে বিশকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির ছায়া দেখতে পেয়েছেন ইংল্যান্ডের অস্থায়ী অধিনায়ক জস বাটলার। ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমে অপরাজিত ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কারেন।
স্নায়ুক্ষয়ী ম্যাচটিতে কারেন ৮ নাম্বারে ব্যাটিং করতে নামেন। ৩৩০ রান তাড়া করতে নেমে ২০০ রানের মাঝে ৭ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। সেখান থেকে একাই দলকে টেনে নেন কারেন। তবে মাত্র ৭ রানের ম্যাচটি হেরে যায় ইংল্যান্ড।
View this post on Instagram
৯ এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএলের দিকে মুখিয়ে আছেন বাটলার, খেলবেন রাজস্থান রয়্যালসে। অন্যদিকে ধোনির দল চেন্নাই সুপার কিংসে খেলবেন স্যাম কারেন। বাটলার বিশ্বাস করেন, নিজের ব্যাটিং নিয়ে ধোনির সাথে মন খুলে কথা বলতে পারবেন কারেন।
‘আমি নিশ্চিত আজকের (২৮ মার্চ) ইনিংস নিয়ে ধোনির সাথে কথা বলতে চাইবে কারেন,’ ম্যাচ পরবর্তী ভার্চুয়াল নিউজ কনফারেন্সে বলেন বাটলার।
‘ধোনি যেমন এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করে, কারেনের মাঝেও এমনটা দেখেছি। সে একজন মহৎ মানুষ। আইপিএলে ধোনির সাথে দেখা হলে স্যাম অবশ্যই আলোচনা করবে।’
ইংলিশ অলরাউন্ডার মইন আলিও এবার চেন্নাই সুপার কিংসে খেলবেন।
‘আমরা সবাই ধোনি কত দুর্দান্ত ক্রিকেটার এবং ফিনিশার। তার সাথে একই ড্রেসিং রুমে থেকে অনেক কিছু শিখতে পারবে আমাদের ক্রিকেটাররা। আমি তাদের নিয়ে বেশ উৎসাহী,’ জানান বাটলার।