

বল টেম্পারিংয়ের মাধ্যমে রিভার্স সুইং করতেন ওয়াকার ইউনুস। পাকিস্তানের সাবেক অধিনায়কের বিরুদ্ধে এমনই এক গুরুতর অভিযোগ তুললেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আসিফ।
ওয়াকার যখন খেলতেন, তখন এমন প্রতারণা করতেন, সংবাদ মাধ্যমকে জানান আসিফ।
‘ওয়াকার রিভার্স সুইংয়ের জন্য বল টেম্পারিং করতো। ক্যারিয়ারের বেশিরভাগ সময় সে জানতো না নতুন বলে কীভাবে বোলিং করতে হয়। ক্যারিয়ারের শেষ লগ্নে পৌঁছেও নতুন বলে বোলিং করা নিয়ে তাকে অনেক কিছু শিখতে হয়েছে,’ আসিফ জানান।
আসিফ বলেন, কোচিং ক্যারিয়ারে বহু বছর থাকা সত্ত্বেও একজন রিভার্স সুইং বোলারকেও তৈরি করতে পারেননি ওয়াকার।
‘আপনারা তাকে মাস্টার অফ রিভার্স সুইং বলেন। কিন্তু সে একজন রিভার্স সুইং বোলারের জন্ম দিতে পারেনি, যে কীনা ভালোভাবে রিভার্স সুইং বোলিং করতে পারে। এ ধরণের লোকেরা ২০ বছর ধরে কোচিংয়ে আছে কিন্তু তারা কখনো আদর্শ বোলার তৈরি করতে পারেনি।’
Muhammad Asif is not happy with Waqar Younis approach.
کیا آپ متفق ہیں؟؟؟ pic.twitter.com/CY8XgwfGX6— Shoaib Jatt (@Shoaib_Jatt) March 26, 2021
‘বোলিং কম্বিনেশনে তাদের ধারাবাহিকতার অনেক অভাব আছে। আমাদের অনেক আছে কিন্তু আদর্শ বোলার নাই। আটজন পেসার দলে আছে, কিন্তু তাদের নিয়ে কোন নির্দিষ্ট পরিকল্পনা নেই। এ ধরণের মানসিকতা পরিবর্তন প্রয়োজন,’ আসিফ তার বক্তব্য শেষ করেন।