

৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার নতুন ফরম্যাটে কিউই চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংষ্করণে খেলতে নেমেছে টাইগাররা।
হ্যামিল্টনের সেডন পার্কে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি।
টাইগার একাদশে আজ দুইজন নবাগত। শরিফুল ইসলাম ও নাসুম আহমেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে এই ম্যাচ দিয়ে। একাদশে নেই মুশফিকুর রহিমের নাম।
নিউজিল্যান্ডের একাদশেও আজ আছেন দুই নবাগত। উইল ইয়াং ও ফিন অ্যালেনের আন্তর্জাতিক অভিষেকের দিনে নিজের শততম টি-টোয়েন্টি খেলতে নেমেছেন মার্টিন গাপটিল।
Finn Allen was presented his cap (#87) before play by Hamish Bennett and Will Young (#88) received his from @Martyguptill at Seddon Park. #NZvBAN pic.twitter.com/Y2Uf4tdKlV
— BLACKCAPS (@BLACKCAPS) March 28, 2021
বাংলাদেশ একাদশ-
লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশঃ
মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), উইল ইয়াং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন ও হ্যামিশ বেনেট।